প্রথম বাংলা সংবাদপত্র ‘সমাচার দর্পণ’ প্রকাশ

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম | আপডেট: ০২:২৭, মে ২৩, ২০১৬

ঢাকা: ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভালো, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ।

তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে বাংলানিউজের পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিন’।

২৩ মে ২০১৬, সোমবার। ৯ জ্যৈষ্ঠ, ১৪২৩ বঙ্গাব্দ। এক নজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনা
•     ১৪৩০ - ইংরেজরা জোয়ান অব আর্ককে গ্রেফতার করে।
•     ১৮১৮ - প্রথম বাংলা সংবাদপত্র ‘সমাচার দর্পণ’ প্রকাশিত হয়।
•     ১৯২০ - এশিয়ার প্রথম কমিউনিস্ট সংগঠন ইন্দোনেশিয়ার কমিউনিস্ট পার্টি গঠিত হয়।
•     ১৯৮৪ - কুমারী রাচেন্দ্রী প্রথম ভারতীয় নারী এভারেস্ট জয় করেন।
•     ১৯৯৩ - ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিশেষ সমাবর্তন করে নোবেলজয়ী বিজ্ঞানী আবদুস সালামকে সম্মানপূর্বক ডিগ্রি প্রদান করা হয়।

জন্ম
•     ১৯১৮ - ইংরেজ ক্রিকেটার ডেনিস কম্পটন।
•     ১৯৪৩ - সরীসৃপবিদ, বন্যপ্রাণি সংরক্ষণবাদী এবং মাদ্রাজ সর্প উদ্যানের প্রতিষ্ঠাতা রোমুলাস হুইটাকের।
•     ১৯৪৭ - ব্রিটিশ ভাষাবিজ্ঞানী বার্নার্ড কম্‌রি।
•     ১৯৫১ - দাবার বিশ্ব চ্যাম্পিয়ন আনাতোলি কারপভ।

মৃত্যু
•     ১৮৫৭ - ফরাসি গণিতবিদ অগুস্তাঁ লুই কোশি।
•     ১৯০৬ - নরওয়েজিয়ান নাট্যকার হেনরিক ইবসেন। তিনি আধুনিক বাস্তবতাবাদী নাটকের সূত্রপাত করেছেন ।

তথ্যসূত্র: ইন্টারনেট।

বাংলাদেশ সময়: ০২১৫ ঘণ্টা, মে ২৩, ২০১৬
এসএমএন/এএ/পিসি


সম্পাদক : তৌহিদুল ইসলাম মিন্টু

ফোন: +৮৮০ ২ ৮৪৩ ২১৮১, +৮৮০ ২ ৮৪৩ ২১৮২ আই.পি. ফোন: +৮৮০ ৯৬১ ২১২ ৩১৩১ নিউজ রুম মোবাইল: +৮৮০ ১৭২ ৯০৭ ৬৯৯৬, +৮৮০ ১৭২ ৯০৭ ৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪৩ ২৩৪৬
ইমেইল: [email protected] সম্পাদক ইমেইল: [email protected]
Marketing Department: +880 961 212 3131 Extension: 3039 E-mail: [email protected]

কপিরাইট © 2006-2025 banglanews24.com | একটি ইস্ট-ওয়েস্ট মিডিয়া গ্রুপের (ইডব্লিউএমজিএল) প্রতিষ্ঠান