বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগের পুরস্কার বিতরণ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম | আপডেট: ১৪১৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৭
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

গত বছরের ২৯ অক্টোবর ৮টি দলকে নিয়ে মাঠে গড়ায় ‘মার্সেল বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগ-২০১৫-১৬’। চলতি বছরের ৯ জানুয়ারি শেষ হয় প্রথম শ্রেণির এই ফুটবল লিগ।

ফকিরেরপুল ইয়াংমেন্স ক্লাব ১৪ ম্যাচ থেকে ২৭ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন হয়ে প্রিমিয়ার লিগে উন্নীত হয়। আর প্রথমবারের মতো চ্যাম্পিয়নশিপ লিগে অংশ নেওয়া সাইফ স্পোর্টিং ক্লাব ২৬ পয়েন্ট নিয়ে রানার্স-আপ হয়ে প্রিমিয়ার ডিভিশন লিগে নাম লেখায়।

শনিবার (১১ ফেব্রুয়ারি) বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগের পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বাফুফের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে চ্যাম্পিয়ন ও রানার্স-আপ দলের হাতে ট্রফি তুলে দেওয়া হয়।

টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা ও সেরা খেলোয়াড়কে পুরস্কৃত করা হয়। ৬ গোল করে সেরা গোলদাতা হয়েছেন সাইফ স্পোর্টিং ক্লাবের মতিন মিয়া। সেরা খেলোয়াড় হয়েছেন ভিক্টরিয়া স্পোর্টিং ক্লাবের আরেক খেলোয়াড় আরিফুর রহমান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাফুফের সিনিয়র সহ-সভাপতি ও মার্সেল বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগের টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান আব্দুস সালাম মুর্শেদী, ওয়ালটন গ্রুপের স্পোর্টস এন্ড ওয়েলফেয়ার বিভাগের প্রধান এফএম ইকবাল বিন আনোয়ার (ডন), বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগসহ আরো অনেকে।

বাংলাদেশ সময়: ২০১৪ ঘণ্টা, ১১ ফেব্রুয়ারি ২০১৭
এমআরপি


সম্পাদক : লুৎফর রহমান হিমেল

ফোন: +৮৮০ ২ ৮৪৩ ২১৮১, +৮৮০ ২ ৮৪৩ ২১৮২ আই.পি. ফোন: +৮৮০ ৯৬১ ২১২ ৩১৩১ নিউজ রুম মোবাইল: +৮৮০ ১৭২ ৯০৭ ৬৯৯৬, +৮৮০ ১৭২ ৯০৭ ৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪৩ ২৩৪৬
ইমেইল: [email protected] সম্পাদক ইমেইল: [email protected]
Marketing Department: +880 961 212 3131 Extension: 3039 E-mail: [email protected]

কপিরাইট © 2006-2025 banglanews24.com | একটি ইস্ট-ওয়েস্ট মিডিয়া গ্রুপের (ইডব্লিউএমজিএল) প্রতিষ্ঠান