জিপিএ-৫ বড় কথা নয়, প্রকৃত মানুষ হতে হবে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম | আপডেট: ১৩:০৩, মে ১৩, ২০১৭
কৃতি শিক্ষার্থীর হাতে সনদ তুলে দিচ্ছেন অতিথিরা, ছবি: উজ্জ্বল ধর, বাংলানিউজ

কৃতি শিক্ষার্থীর হাতে সনদ তুলে দিচ্ছেন অতিথিরা, ছবি: উজ্জ্বল ধর, বাংলানিউজ

চট্টগ্রাম: জীবনে কেবল জিপিএ-৫ পাওয়াই বড় কথা নয় উল্লেখ করে চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের চেয়ারম্যান অধ্যাপক শাহেদা ইসলাম, বলেছেন, পড়া-লেখার মূল উদ্দেশ্য প্রকৃত মানুষ হয়ে উঠা।   

শনিবার বিকেলে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। নগরীর জামালখানে সেন্ট মেরি’স জুনিয়র স্কুল অডিটরিয়ামে এ সভার আয়োজন করা হয়।

চট্টগ্রাম ক্যাথলিক আর্চডাইয়োসিসের শিক্ষা কমিশন ও কারিতাস ফরমেশন ইয়ুথ অ্যান্ড টিচার্স প্রোগ্রাম যৌথভাবে এ সংবর্ধনার আয়োজন করে। চট্টগ্রাম আর্চডাইয়োসিসের আর্চবিশপ মজেস এম কস্তার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর ভূমি ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ মাহাবুবুর রহমান।

চট্টগ্রাম শিক্ষাবোর্ডের চেয়ারম্যান বলেন, যারা জিপিএ-৫ পেয়ে মাধ্যমিক পরীক্ষা পাস করেছো তোমরা অবশ্যই মেধাবি। তবে এটাই সব কিছু নয়। শিক্ষার প্রকৃত উদ্দেশ্য হলো মানুষকে ভালাবাসা। মানুষকে জানা। গরীব, অসহায় মানুষের পাশে থাকা। উচ্চ শিক্ষা সম্পন্ন করে তোমরা যে যেখানে থাকবে সেখান থেকেই মানুষের কল্যাণে কাজ করতে হবে।

মোমবাতি জ্বালিয়ে শপথ বাক্য পাঠ করানো হয় শিক্ষার্থীদের

মানুষে মানুষে কোন ভেদাভেদ নেই উল্লেখ করে তিনি বলেন, চলার পথে আমরা নিজেদের ধনি-গরীব, বড়-ছোট, শিক্ষিত-অশিক্ষিত অনেকভাবে পার্থক্য করি। কিন্তু মানুষ হিসেবে আমরা সবাই সমান এবং সম অধিকার।

অধিকার পেতে হলে দায়িত্ব পালন করতে হয় উল্লেখ করে তিনি বলেন, গরীব ও অসহায় মানুষের পাশে দাঁড়াতে হবে। অসংখ্য মানুষ আছে যাদের কিছুই নেই। তাদের দায়িত্ব নিয়ে অধিকার নিশ্চিত করতে হবে। দায়িত্ব পালন করলেই অধিকার পাওয়া যায়।

মা-বাবা ও শিক্ষকদের প্রতি সম্মান রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, অনেকে মা-বাবার সঙ্গে মিথ্যা বলে। এ ধরনের আচরণ করলে মূলত তোমরাই ঠকবে। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের ইতিহাস জানা জরুরি উল্লেখ করে তিনি বলেন, আমাদের মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের জানতে হবে। সম্মান করতে হবে তাদের। ভালবাসতে হবে দেশ ও দেশের মানুষকে।

মাহবুবুর রহমান শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমরা তোমাদের মেধাকে কাজে লাগিয়ে দেশ ও মানুষের কল্যাণে অবদান রাখবে। তোমাদের জ্ঞানের দ্যুতি ছড়িয়ে পড়বে সারা বিশ্বে। তোমরা হয়ে উঠবে বিশ্ব নাগরিক। 

ত্যাগের মানসিকতা নিয়ে কাজ করতে হবে উল্লেখ করে তিনি বলেন, মা-বাবার আদর্শকে অনুসরণ করে এগিয়ে যেতে হবে। জীবনে মা-বাবা ও শিক্ষকদের ঋণ শোধ করতে পারবে না। তাই তাদের অবদান আজীবন মনে রাখা প্রয়োজন।

বক্তব্য ও সাংস্কৃতিক পরিবশেনার পর মোমবাতি জ্বালিয়ে শিক্ষার্থীদের শপথ বাক্য পাঠ করান আর্চবিশপ মজেস এম কস্তা। পরে পাঁচটি বিদ্যালয়ের ২০ শিক্ষার্থীর হাতে সনদ তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে জানানো হয়, চট্টগ্রাম আর্চয়াইয়োসিসের পরিচালনাধীন সেন্ট প্ল্যাসিডস স্কুল অ্যান্ড কলেজ, সেন্ট স্কলাসটিকাস উচ্চ বিদ্যালয়, দিয়াঙের মরিয়ম আশ্রম উচ্চ বিদ্যালয়, নোয়াখালীর ব্রাদার আন্দ্রে উচ্চ বিদ্যালয় এবং বান্দারবানের ডন বস্কো উচ্চ বিদ্যালয় থেকে ৮০২ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়। এরমধ্যে ১৭৭ জন পেয়েছে জিপিএ-৫।

বাংলাদেশ সময়: ১৯০৬ঘণ্টা, মে ১৩, ২০১৭

এমইউ/টিসি   


ভারপ্রাপ্ত সম্পাদক : তৌহিদুল ইসলাম মিন্টু

ফোন: +৮৮০ ২ ৮৪৩ ২১৮১, +৮৮০ ২ ৮৪৩ ২১৮২ আই.পি. ফোন: +৮৮০ ৯৬১ ২১২ ৩১৩১ নিউজ রুম মোবাইল: +৮৮০ ১৭২ ৯০৭ ৬৯৯৬, +৮৮০ ১৭২ ৯০৭ ৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪৩ ২৩৪৬
ইমেইল: [email protected] সম্পাদক ইমেইল: [email protected]
Marketing Department: +880 961 212 3131 Extension: 3039 E-mail: [email protected]

কপিরাইট © 2006-2025 banglanews24.com | একটি ইস্ট-ওয়েস্ট মিডিয়া গ্রুপের (ইডব্লিউএমজিএল) প্রতিষ্ঠান