তুলা-মীনের শুভ সংখ্যা ১, কুম্ভ-কর্কটের ৭

জ্যোতিষী রুবাই | বাংলানিউজটোয়েন্টিফোর.কম | আপডেট: ১৮১৩ ঘণ্টা, জুন ৫, ২০১৭
রাশিফল

রাশিফল

আজ কেমন যাবে
তারিখ- ০৬/০৬/২০১৭

মেষমেষ: (২১ মার্চ – ২০ এপ্রিল)  
রাশি চক্রে মঙ্গলের অবস্থানগত সমস্যা আছে। এর ফলে কর্মক্ষেত্রে সমস্যার সৃষ্টি হতে পারে। প্রেমযোগ শুভ। আর্থিক ক্ষেত্রে বাধা আছে। ব্যবসায়ে মিশ্র যোগ। ভ্রমণের যোগ শুভ। আর্থিক ক্ষতির আশঙ্কা আছে। শুভ দিক পশ্চিম

শুভ রং : লাল, শুভ সংখ্যা : ৬

বৃষবৃষ: (২১ এপ্রিল – ২১ মে) 
শুক্রের সমস্যার ফলে সম্পর্কে টানাপোড়েন থাকতে পারে। প্রেম নিয়ে হতাশ হবেন না। প্রেমের জটিলতা কেটে যাবার সম্ভাবনা আছে। দাম্পত্য সমস্যার সমাধান। কর্মে উন্নতির যোগ আছে। ব্যবসায় শুভ যোগ বর্তমান। যাত্রা যোগে বাধা আছে। আর্থিক উন্নতির যোগ আছে।

শুভ রং : সাদা, শুভ সংখ্যা : ৯

মিথুনমিথুন: (২২মে – ২১ জুন) 
মানসিক শান্তি বিঘ্নিত হতে পারে এমন কাজ করবেন না। জোর করে সফল হতে গিয়ে নিজের ক্ষতি করে ফেলতে পারেন। ব্যবসায়ে মিশ্র ফল লাভ হবে। শিক্ষায় শুভযোগ বর্তমান। প্রেমের সমস্যার সমাধান হবে। দাম্পত্যে শুভ যোগ আছে। যাত্রাযোগ শুভ।

শুভ রং : সবুজ, শুভ সংখ্যা : ৮

কর্কটকর্কট: (২২ জুন – ২২ জুলাই) 
নতুন প্রেমের বিষয়ে পারিবারিক দিক থেকে বাধা আসবে। নতুন কাজের সন্ধান পেতে পারেন। দাম্পত্যে সমস্যার সমাধান হবে। কর্মে উন্নতির যোগ আছে। বৃহস্পতি শুভ থাকায় বাণিজ্যযোগ শুভ। শুভ দিক দক্ষিণ।

শুভ রং : হলুদ, শুভ সংখ্যা : ৭

সিংহসিংহ: (২৩ জুলাই  - ২৩ আগস্ট)  
প্রেমে বন্ধুর সহযোগিতা লাভ করবেন। দাম্পত্য সুখের যোগ আছে। ব্যবসায়ে নতুন সুযোগ আসবে। ভ্রমণের যোগ আছে। যাত্রাযোগ শুভ।

শুভ রং : বাদামি, শুভ সংখ্যা : ২ 

কন্যাকন্যা: (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর)  
রবির সমস্যার ফলে ভুলে যাওয়ার রোগ দেখা দিতে পারে। প্রেমে বাধা আসতে পারে। দাম্পত্যে মিশ্রযোগ বর্তমান। শুভ দিক উত্তর।

শুভ রং : নীল,  শুভ সংখ্যা : ৯

তুলাতুলা: (২৪ সেপ্টেম্বর  – ২৩ অক্টোবর) 
প্রেমের সমস্যা সমাধানে বুঝে কথা বলুন। দাম্পত্য সম্পর্কে বাইরের কারও মাধ্যমে ক্ষতির আশঙ্কা আছে। কর্মে শুভ যোগ বর্তমান। বিদেশ যাত্রায় বাধা আছে। পথে আঘাত পেতে পারেন। শুভ দিক পশ্চিম 

শুভ রং সাদা,   শুভ সংখ্যা : ১

বৃশ্চিকবৃশ্চিক: (২৪ অক্টোবর – ২২ নভেম্বর) 
সন্তানকে নিয়ে পরিবারে সমস্যা দেখা দিতে পারে। শিক্ষায় বাধা। বিদেশ যাত্রায় বাধা আসবে। প্রেম নিয়ে পরিবারে সমস্যা দেখা দিতে পারে। কর্মে উন্নতির যোগ। ব্যবসায়ে শুভ যোগ বর্তমান। যাত্রাযোগে বাধা আছে।

শুভ রং : নীল,  শুভ সংখ্যা : ৮

ধনুধনু: (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর) 
রাশিচক্রে অধিপতি গ্রহের অবস্থানগত সমস্যা রয়েছে। পরিচিত কারও চক্রান্তে আর্থিক ক্ষতি হওয়ার আশঙ্কা। ব্যবসায়ে সমস্যা সৃষ্টি করতে পারে কোনো আত্মীয়। কর্মে মিশ্র প্রভাব থাকবে। প্রেমে সফলতার যোগ। শুভ দিক পশ্চিম।

শুভ রং : হলুদ,  শুভ সংখ্যা :  ৪

মকরমকর: (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি)  
প্রেমে সাফল্য লাভ বলেও বাধা যুক্ত যোগ আছে। নতুন প্রেমের ক্ষেত্রে  বেশি করে সতর্ক থাকা দরকার। পথে সাবধানতা অবলম্বন করুন। কর্মে উন্নতির যোগ আছে। শিক্ষাযোগ  শুভ। যাত্রাযোগে বাধা আছে।

শুভ রং : লাল, শুভ সংখ্যা : ৬

কুম্ভকুম্ভ: (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি)  

বিনোদনের সুযোগ আছে। শুক্র শুভ থাকার ফলে প্রেমে সাফল্যের যোগ আছে। উপহারপ্রাপ্তি হতে পারে। দাম্পত্য সমস্যার সমাধান হবে। সামনে আসা সুযোগের ব্যবহারে সাফল্য লাভ করবেন। শুভ দিক দক্ষিণ।

শুভ রং : বেগুনি, শুভ সংখ্যা : ৭

মীনমীন: (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ) 
প্রেমের সম্পর্কে কিছু সংশয় আসতে পারে। ভ্রমণের যোগ আছে। বৃহস্পতি শুভ থাকার ফলে আর্থিক লাভ হবে। যাত্রাযোগ শুভ। শুভ দিক পশ্চিম।

শুভ রং : বাদামি,  শুভ সংখ্যা : ১

বাংলাদেশ সময়: ০০০৫ ঘণ্টা, জুন ০৬, ২০১৭
এইচএ/


সম্পাদক : লুৎফর রহমান হিমেল

ফোন: +৮৮০ ২ ৮৪৩ ২১৮১, +৮৮০ ২ ৮৪৩ ২১৮২ আই.পি. ফোন: +৮৮০ ৯৬১ ২১২ ৩১৩১ নিউজ রুম মোবাইল: +৮৮০ ১৭২ ৯০৭ ৬৯৯৬, +৮৮০ ১৭২ ৯০৭ ৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪৩ ২৩৪৬
ইমেইল: [email protected] সম্পাদক ইমেইল: [email protected]
Marketing Department: +880 961 212 3131 Extension: 3039 E-mail: [email protected]

কপিরাইট © 2006-2025 banglanews24.com | একটি ইস্ট-ওয়েস্ট মিডিয়া গ্রুপের (ইডব্লিউএমজিএল) প্রতিষ্ঠান