নিরবচ্ছিন্ন পানি সরবরাহে ওয়াসার নিয়ন্ত্রণ কক্ষ

চট্টগ্রাম প্রতিদিন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম | আপডেট: ০৭:০৩, মে ২০, ২০১৮

চট্টগ্রাম: রমজানে নগরে পানি সরবরাহ নিরবচ্ছিন্ন রাখা এবং গ্রাহকদের অভিযোগ গ্রহণ ও তাৎক্ষণিক সমাধানের জন্য তিনটি নিয়ন্ত্রণ কক্ষ চালু করেছে চট্টগ্রাম ওয়াসা।

নিয়ন্ত্রণ কক্ষ তিনটি হলো: দামপাড়া প্রধান কার্যালয় (০৩১-৬১৬৫৯২), আগ্রাবাদ মড-১ (০৩১-৭২৪৮৭৫) এবং জুবিলি রোড (০৩১-৬১৬৭৬৮)।

রমজানে পানি সরবরাহ সংক্রান্ত কোনো অভিযোগ থাকলে এসব নিয়ন্ত্রণ কক্ষে যোগাযোগ করতে অনুরোধ জানিয়ে চট্টগ্রাম ওয়াসা কর্তৃপক্ষ। একই সঙ্গে পানির অপচয় ও অবৈধ সংযোগের মাধ্যমে পানি ব্যবহার থেকে বিরত থেকে সুষ্ঠু পানি সরবরাহের কাজে সহযোগিতার অনুরোধও জানিয়েছে ওয়াসা।

বাংলাদেশ সময়: ১২২৮ ঘণ্টা, মে ২০, ২০১৮
এআর/টিসি


ভারপ্রাপ্ত সম্পাদক : তৌহিদুল ইসলাম মিন্টু

ফোন: +৮৮০ ২ ৮৪৩ ২১৮১, +৮৮০ ২ ৮৪৩ ২১৮২ আই.পি. ফোন: +৮৮০ ৯৬১ ২১২ ৩১৩১ নিউজ রুম মোবাইল: +৮৮০ ১৭২ ৯০৭ ৬৯৯৬, +৮৮০ ১৭২ ৯০৭ ৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪৩ ২৩৪৬
ইমেইল: [email protected] সম্পাদক ইমেইল: [email protected]
Marketing Department: +880 961 212 3131 Extension: 3039 E-mail: [email protected]

কপিরাইট © 2006-2025 banglanews24.com | একটি ইস্ট-ওয়েস্ট মিডিয়া গ্রুপের (ইডব্লিউএমজিএল) প্রতিষ্ঠান