সিলেট: সিলেট সিটি করপোরেশনের ২৭টি ওয়ার্ডে শুক্রবার (২৮ জুন) থেকে ছবিসহ ভোটার তালিকা হালনাগাদের কাজ শুরু হচ্ছে।
নির্বাচন কমিশনের তথ্যমতে, ২৮ ও ২৯ জুন ১নং ওয়ার্ডের ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম চলবে নগরের চৌহাট্টা সরকারি আলীয়া মাদরাসায়। ৩০ জুন ২নং ওয়ার্ডের মদন মোহন কলেজ, ১-২ জুলাই ৩নং ওয়ার্ডের পুলিশ লাইস উচ্চ বিদ্যালয়, ৩-৪ জুলাই ৪ নং ওয়ার্ডের আম্বরখানা বালিকা উচ্চ বিদ্যালয়, ৫নং ওয়ার্ডে ৫-৭ জুলাই খাসদবির সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৬নং ওয়ার্ডে ৭-৮ জুলাই চৌখিদেখি আনোয়ারা মতিন একাডেমি, ৭নং ওয়ার্ডে ৯-১১ জুলাই সুবিধবাজার প্রাইমারি ট্রেনিং ইনস্টিটিউট, ১২-১৪ জুলাই ৮নং ওয়াডের মদিনা মার্কেট শাহজালাল জামিয়া ইসলামিয়া মাদরাসা, ৯নং ওয়ার্ডে ১৫-১৭ জুলাই পাঠানটুলা দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয়ে।
১০নং ওয়ার্ডে ১৮-২০ জুলাই ঘাসিটুলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, ১১নং ওয়ার্ডে ২১-২২ জুলাই ভাতালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, ১২নং ওয়ার্ডে ২৩-২৪ জুলাই মইনুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়, ১৩নং ওয়ার্ডে ২৫-২৬ মির্জাজাঙ্গাল বালিকা উচ্চ বিদ্যালয়, ১৪নং ওয়ার্ডে ২৭-২৮ জুলাই সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়, ১৫ নং ওয়ার্ডে ২৯-৩০ জুলাই মিরাবাজার শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল এণ্ড কলেজ, ১৬নং ওয়ার্ডে ৩১ জুলাই থেকে ১ আগস্ট নয়াসড়ক কিশোরিমোহন বালিকা উচ্চ বিদ্যালয়, ১৭নং ওয়ার্ডে ২-৩ আগস্ট কাজি জালাল উদ্দিন (বালক) সরকারি প্রাথমিক বিদ্যালয়, ১৮নং ওয়ার্ডের ৪-৫ আগস্ট মীরাবাজার মডেল উচ্চ বিদ্যালয়ে হালনাগাদ কার্যক্রম চলবে।
১৯নং ওয়ার্ডে ৬-৭ আগস্ট শাহী ঈদগাহ হাজি শাহমীর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ২০নং ওয়ার্ডে ৮ ও ১৮ আগস্ট সাদিপুর সৈয়দ হাতিম আলী উচ্চ বিদ্যালয়, ২১নং ওয়ার্ডের ১৯-২০ আগস্ট সৈয়দ হাতিম আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়, ২২নং ওয়ার্ডের ২১-২২ আগস্ট উপ-শহর বি-ব্লকের শাহজালাল উপশহর উচ্চ বিদ্যালয়, ২৩নং ওয়ার্ডের ২৩ আগস্ট মাছিমপুর আব্দুল হামিদ সরকারি প্রাথমিক বিদ্যালয়, ২৪নং ওয়ার্ডে ২৪-২৫ আগস্ট গাজি বুরহান উদ্দিন ইসলামিয়া মাদরাসা, ২৫নং ওয়ার্ডে ২৬-২৭ আগস্ট কাইস্তরাইল উচ্চ বিদ্যালয়, ২৬নং ওয়ার্ডে ২৮-২৯ আগস্ট নছিমা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয় এবং ২৭নং ওয়ার্ডে ৩০-৩১ আগস্ট গোটাটিকর উচ্চ বিদ্যালয়ে চলবে হালনাগাদের কাজ।
এদিকে, হালনাগাদ কার্যক্রম সূচারুরূপে করতে বৃহস্পতিবার (২৭ জুন) সিলেট আঞ্চলিক নির্বাচনী কর্মকর্তার কার্যালয়ে ‘সিটি করপোরেশন সমন্বয় কমিটি’র সভা অনুষ্ঠিত হয়েছে।
আঞ্চলিক নির্বাচনী কর্মকর্তা মোহা. ইসরাইল হোসেনের সভাপতিত্বে সভায় বক্তারা বলেন, হালনাগাদ প্রক্রিয়ায় নতুন ভোটারদের কেউ যাতে বাদ না পড়েন এ জন্য সিটি করপোরেশনের কাউন্সিলরদের ভূমিকা গুরুত্বপূর্ণ।
কাউন্সিলররা স্ব স্ব ওয়ার্ডে মাইকিং এবং ইমামদের মাধ্যমে শুক্রবার জুম্মার নামাজে প্রতিটি মসজিদে প্রচারণার সিদ্ধান্ত নেন। এছাড়া হালনাগাদ কার্যক্রমে রেজিস্ট্রেশন অফিসার, সহকারি রেজিস্ট্রেশন অফিসারের ওপর অর্পত দায়িত্ব যথাযথভাবে পালন হচ্ছে কিনা নিশ্চিত করা হবে বলে জানান।
সভায় উপস্থিত ছিলেন মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (বিশেষ শাখা) সুজ্ঞান চাকমা, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সিলেটের উপ-পরিচালক একেএম সাফায়েত আলম, সহকারি পরিচালক (কলেজ) প্রতাপ চন্দ্র চৌধুরী, সিসিকের নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) রুহুল আলম।
এছাড়াও সিসিকের সংরক্ষিত কাউন্সিলর রেবেকা আক্তার লাকি, মাসুদা সুলতানা, শাহানা বেগম শানু, কাউন্সিলর এসএম শওকত আমীন তৌহিদ, সৈয়দ তৌফিকুল হাদি, মোস্তাক আহমদ, আব্দুর রকিব তুহিন, আজম খান, আব্দুল মুহিত জাবেদ, ইলিয়াসুর রহমান, রকিবুল ইসলাম ঝলক, তৌফিক বকস লিপন, সিলেট জেলা প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, সদর উপজেলা নির্বাচন অফিসার এমদাদুল হক উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ০১৫৮ ঘণ্টা, জুন ২৮, ২০১৯
এনইউ/এমআইএইচ/এমএমএস