
ছবি: বাংলানিউজ
রাজধানীর শহীদ তাজ উদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে মঙ্গলবার (১৭ ডিসেম্বর) থেকে শুরু হলো ইউনেক্স-সানরাইজ বাংলাদেশ জুনিয়র ইন্টারন্যাশনাল ব্যাডমিন্টন সিরিজ। সকালে আন্তর্জাতিক এই টুর্নামেন্টের উদ্বোধন করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব জনাব মো. আখতার হোসেন।
তথ্যসচিব ও বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের সভাপতি জনাব আবদুল মালেকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের উপ-মহাসচিব আশিকুর রহমান মিকু এবং বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের সাধারণ সম্পাদক আমির হোসেন বাহার।
৬ দিনব্যাপী প্রতিযোগিতায় বাংলাদেশ, মালয়েশিয়া, ভারত, নেপাল, যুক্তরাষ্ট্র ও থাইল্যান্ডের মোট ৬২ জন শাটলার অংশগ্রহণ করছেন। এর মধ্যে ৫০ জন পুরুষ ও ২২ জন নারী শাটলার রয়েছেন।
বুধবার (১৮ ডিসেম্বর) সকাল ১০টা থেকে শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে খেলা শুরু হবে।
বাংলাদেশ সময়ঃ ১৭৫৪ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৯
আরএআর/ইউবি