
ঢালিউডের জনপ্রিয় জুটি শাকিব-পূর্ণিমার নতুন ‘আই লাভ ইউ’ ছবিটি মুক্তি পাচ্ছে ফেব্রুয়ারির তৃতীয় সপ্তাহে । অনেকদিন পর এ জুটিকে পর্দায় দেখতে পাবেন দর্শকেরা।
শাকিব-পূর্ণিমা অভিনিত সর্বশেষ ছবি ‘মাটির ঠিকানা’ মুক্তি পেয়েছিলো গত বছরের শুরুতে । চলচ্চিত্রের মন্দ সময়েও এটি পেয়েছিল বানিজ্যিক সাফল্যের দেখা । কিন্ত তারপরও এ জুটিকে পর্দায় আর দেখা যায় নি । প্রায় এক বছর পর মুশফিকুর রহমান গুলজার পরিচালিত ‘আই লাভ ইউ ‘ছবিটির মাধ্যমে তারা আবারও পর্দায় আসছেন । চতুভূর্জ প্রেমের গল্প নিয়ে গড়ে উঠেছে ছবিটির কাহীণি । এতে অপর জুটি হিসেবে দেখা যাবে জেসি ও নিরবকে।
শাকিব-পূর্ণিমা অভিনত আরো্ একটি ছবি বর্তমানে আছে মুক্তির মিছিলে । এফআই মানিক পরিচালিত এ ছবির নাম ‘জজ-ব্যারিস্টার-পুলিশ-কমিশনার’।
আই লাভ ইউ ছবিটির বানিজ্যিক সাফল্য নিয়ে আশাবাদী পরিচালক মুশফিকুর রহমান গুলজার । তিনি বাংলানিউজকে বলেন, সবাই বলেন শাকিবের পাশে পূর্ণিমাকে মানায় ভালো । কিন্তু তাদের নিয়ে অনেক দিন নতুন কোন ছবি মুক্তি পায়নি । ‘আই লাভ ইউ’ ছবির মাধ্যমে তাদের আবারও পর্দায় দেখতে পাবেন দর্শকরা । ছবিটির কাহীনিতেও রয়েছে নতুনত্ব । সবমিলিয়ে ছবিটি দর্শকদের কাছে উপভোগ্য লাগবে বলে আশা করছি।
বাংলাদেশ সময় ১১৫০, জানুয়ারি ২৭, ২০১২