জাতীয় পতাকা অবমাননা, মামলা করলেন আইনজীবী

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম | আপডেট: ২০৫১ ঘণ্টা, মার্চ ১, ২০২১

বরগুনা: জাতীয় পতাকা অবমাননার অভিযোগে বরগুনায় বেশ কয়েকটি সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন স্থানীয় এক আইনজীবী। 

বরগুনা জেলা ও দায়রা জজ আদালতে রোববার (২৮ ফেব্রুয়ারি) মামলাটি দায়ের করা হয়েছে। আগামী ৪ মার্চ এ মামলার আদেশের জন্য দিন ধার্য করা হয়েছে। 

বরগুনা নারী-শিশু দমন ট্রাইব্যুনালের সহকারী প্রসিকিউটর এ জেড এম মুজাহিদুল ইসলাম বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

মামলা সূত্রে জানা গেছে, বাদী মুজাহিদুল ইসলাম গত ২১ ফেব্রুয়ারি বরগুনা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন স্বজনকে দেখে ফেরার পথে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর বরগুনা জেলা কার্যালয়ের উত্তোলিত জাতীয় পতাকা বিধিসম্মতভাবে হয়নি দেখতে পান। একইভাবে বরগুনা জেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, জেলা সাবরেজিস্ট্রার কার্যালয়সহ বেশ কয়েকটি সরকারি কার্যালয়ে নিয়ম মেনে পতাকা উত্তোলন করা হয়নি বলে তার দাবি। 

এছাড়াও বাড়িতে যাওয়ার পথে বেসরকারি চিকিৎসা প্রতিষ্ঠান কুয়েত প্রবাসী হাসপাতালসহ ওইসব কার্যালয়ের উত্তোলিত পতাকার ছবি মোবাইল ফোনে ধারণ করে মামলার সঙ্গে সংযুক্ত করেছেন।

মুজাহিদুল ইসলাম আইনি পেশার পাশাপাশি বরগুনা জেলা পরিষদের ও একজন সদস্য। তিনি জানান, আসামিরা জাতীয় পতাকা আইন ১৯৭২ এর ৩ এবং ২০১০ এর ২০ নং ধারা লঙ্ঘন করেছেন। রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতার সম্মান রক্ষার্থে জাতীয় পতাকা উত্তোলনে গাফিলতি শাস্তিযোগ্য অপরাধ। আমি চাই এ মামলায় অভিযুক্তদের শাস্তি হোক এবং এর মধ্য দিয়ে সচেতনতা ফিরুক সবার মাঝে।

বাংলাদেশ সময়: ২০৫০ ঘণ্টা, মার্চ ০১, ২০২১
আরএ


সম্পাদক : লুৎফর রহমান হিমেল

ফোন: +৮৮০ ২ ৮৪৩ ২১৮১, +৮৮০ ২ ৮৪৩ ২১৮২ আই.পি. ফোন: +৮৮০ ৯৬১ ২১২ ৩১৩১ নিউজ রুম মোবাইল: +৮৮০ ১৭২ ৯০৭ ৬৯৯৬, +৮৮০ ১৭২ ৯০৭ ৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪৩ ২৩৪৬
ইমেইল: [email protected] সম্পাদক ইমেইল: [email protected]
Marketing Department: +880 961 212 3131 Extension: 3039 E-mail: [email protected]

কপিরাইট © 2006-2025 banglanews24.com | একটি ইস্ট-ওয়েস্ট মিডিয়া গ্রুপের (ইডব্লিউএমজিএল) প্রতিষ্ঠান