খাগড়াছড়ি: পানির প্রবাহে গঙ্গাদেবীর উদ্দেশে ফুল অর্পণ করার মধ্য দিয়ে পাহাড়ে শুরু হয়েছে ত্রিপুরা জনগোষ্ঠীর বৈসু উৎসব।
মঙ্গলবার (১৩ এপ্রিল) সকাল থেকে ত্রিপুরা তরুণ-তরুণীসহ বিভিন্ন বয়সের মানুষ নদী, খাল, ছড়া, ঝিরি, কুয়া, পুকুরে ফুল অর্পণ করে গঙ্গাদেবীর কাছে সুখ ও শান্তি কামনা করেন। ফুল দিয়ে সাজানো হয় ঘরবাড়ি।
সকালে খাগড়াপুর ছড়াতে ত্রিপুরা জনগোষ্ঠীর বিভিন্ন বয়সের মানুষ ঐতিহ্যবাহী পোশাকে একত্রিত হয়। তারা খালে মাটি-বালি দিয়ে বেদি বানিয়ে সেখানে কলা পাতায় সংগৃহীত ফুল অর্পণ ও মোমবাতি জ্বালিয়ে সবার মঙ্গল কামনা করা হয়। এ সময় তারা করোনা মহামারি থেকেও মুক্তি কামনা করেন। বছরের এ দিনটিতে অনেকে পূর্ণ লাভের আশায় একত্রিত হয় খাগড়াছড়ির মাইসছড়িতে অবস্থিত মাতাই পুখিরি বা দেবতাপুকুরে। তবে এবার করোনা ভাইরাসের কারণে সেখানে লোকসমাগম হলেও তা বিগত বছরের তুলনায় কম। মঙ্গলবার থেকে আগামী তিনদিন ত্রিপুরারা হারি বৈসু, বৈসুমা ও বিচিকাতাল নামে এ উৎসব পালন করবে।
এদিকে মঙ্গলবার চাকমা জনগোষ্ঠীর বিজু উৎসবের দ্বিতীয় দিন। অর্থাৎ মূল বিজু। করোনা ভাইরাসের কারণে এবার সব আয়োজন ঘরোয়া। এদিন প্রায় ৩০ বা তারও বেশি রকমের সবজি দিয়ে রান্না করা হয় বিশেষ পাঁজন। এতে যার যার সাধ্য মতো নানা রকমের খাবারের আয়োজন করে পাহাড়ি জনগোষ্ঠী।
বাংলাদেশ সময়: ১২৫৭ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০২১
এডি/আরবি