ত্রিপুরাদের বৈসু উৎসব শুরু, চলছে ঘরোয়া আয়োজন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম | আপডেট: ১২৫৯ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০২১

খাগড়াছড়ি: পানির প্রবাহে গঙ্গাদেবীর উদ্দেশে ফুল অর্পণ করার মধ্য দিয়ে পাহাড়ে শুরু হয়েছে ত্রিপুরা জনগোষ্ঠীর বৈসু উৎসব। 

মঙ্গলবার (১৩ এপ্রিল) সকাল থেকে ত্রিপুরা তরুণ-তরুণীসহ বিভিন্ন বয়সের মানুষ নদী, খাল, ছড়া, ঝিরি, কুয়া, পুকুরে ফুল অর্পণ করে গঙ্গাদেবীর কাছে সুখ ও শান্তি কামনা করেন। ফুল দিয়ে সাজানো হয় ঘরবাড়ি।

সকালে খাগড়াপুর ছড়াতে ত্রিপুরা জনগোষ্ঠীর বিভিন্ন বয়সের মানুষ ঐতিহ্যবাহী পোশাকে একত্রিত হয়। তারা খালে মাটি-বালি দিয়ে বেদি বানিয়ে সেখানে কলা পাতায় সংগৃহীত ফুল অর্পণ ও মোমবাতি জ্বালিয়ে সবার মঙ্গল কামনা করা হয়। এ সময় তারা করোনা মহামারি থেকেও মুক্তি কামনা করেন। বছরের এ দিনটিতে অনেকে পূর্ণ লাভের আশায় একত্রিত হয় খাগড়াছড়ির মাইসছড়িতে অবস্থিত মাতাই পুখিরি বা দেবতাপুকুরে। তবে এবার করোনা ভাইরাসের কারণে সেখানে লোকসমাগম হলেও তা বিগত বছরের তুলনায় কম। মঙ্গলবার থেকে আগামী তিনদিন ত্রিপুরারা হারি বৈসু, বৈসুমা ও বিচিকাতাল নামে এ উৎসব পালন করবে।

এদিকে মঙ্গলবার চাকমা জনগোষ্ঠীর বিজু উৎসবের দ্বিতীয় দিন। অর্থাৎ মূল বিজু। করোনা ভাইরাসের কারণে এবার সব আয়োজন ঘরোয়া। এদিন প্রায় ৩০ বা তারও বেশি রকমের সবজি দিয়ে রান্না করা হয় বিশেষ পাঁজন। এতে যার যার সাধ্য মতো নানা রকমের খাবারের আয়োজন করে পাহাড়ি জনগোষ্ঠী।

বাংলাদেশ সময়: ১২৫৭ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০২১
এডি/আরবি


সম্পাদক : জুয়েল মাজহার

ফোন: +৮৮০ ২ ৮৪৩ ২১৮১, +৮৮০ ২ ৮৪৩ ২১৮২ আই.পি. ফোন: +৮৮০ ৯৬১ ২১২ ৩১৩১ নিউজ রুম মোবাইল: +৮৮০ ১৭২ ৯০৭ ৬৯৯৬, +৮৮০ ১৭২ ৯০৭ ৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪৩ ২৩৪৬
ইমেইল: [email protected] সম্পাদক ইমেইল: [email protected]
Marketing Department: +880 961 212 3131 Extension: 3039 E-mail: [email protected]

কপিরাইট © 2006-2024 banglanews24.com | একটি ইস্ট-ওয়েস্ট মিডিয়া গ্রুপের (ইডব্লিউএমজিএল) প্রতিষ্ঠান