২০ বছর পর বিলুপ্ত নগর স্বেচ্ছাসেবক লীগের কমিটি 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম | আপডেট: ২২:২৪, জুন ১৯, ২০২১
...

...

চট্টগ্রাম: প্রায় ২০ বছর পর বিলুপ্ত হয়েছে মহানগর স্বেচ্ছাসেবক লীগের কমিটি। সদ্য শেষ হওয়া ভার্চুয়াল সম্মেলনে নতুন সভাপতি হতে  ৪৩ জন ও সাধারণ সম্পাদক হতে ৩২ জন প্রার্থীতা ফরম সংগ্রহ করেছেন। 

শনিবার (১৯ জুন) বেলা ১২ টার দিকে নগরের লালখান বাজার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এ ভার্চুয়াল কনফারেন্স শুরু হয়ে সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে শেষ হয়। এতে কেন্দ্রীয় ও চট্টগ্রামের শীর্ষ নেতারা বক্তব্য রাখেন। 

পরে দ্বিতীয় অধিবেশনে প্রার্থীদের নাম প্রস্তাব করা হয় এবং বর্তমান কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। এরমধ্য দিয়ে প্রায় ২০ বছর পর সংগঠনটির বর্তমান কমিটি বিলুপ্ত করা হল। 

এদিকে স্বেচ্ছাসেবক লীগের একাধিক সুত্রে জানা গেছে, সভাপতি হতে ৪৩ জন ও সাধারণ সম্পাদক হতে ৩২ জন আগ্রহী প্রার্থী ফরম সংগ্রহ করেছেন। সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দ এসব ফরম যাচাই বাছাই করবেন। 

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ভার্চুয়াল কনফারেন্সের মাধ্যমে আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতি বাবু নির্মল রঞ্জন গুহ সম্মেলনের উদ্বোধন ঘোষণা করেন। সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক একেএম আফজালুর রহমান বাবু।

নগর স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক অ্যাডভোকেট এইচএম জিয়াউদ্দিনের সভাপতিত্বে ও নগর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক কেবিএম শাহজাহান ও সালাউদ্দিন আহমদের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ, শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, আওয়ামী লীগের কর্ম ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক ওয়াশিকা আয়শা খান, আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিন, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী ও সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন।

এছাড়াও বক্তব্য রাখেন, চট্টগ্রাম বিভাগের দায়িত্বপ্রাপ্ত স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি ইঞ্জিনিয়ার ফারুক আমজাদ খান, কেন্দ্র থেকে যুক্ত হয়ে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে গান পরিবেশ করেন কেন্দ্রীয় কমিটির সাংস্কৃতিক সম্পাদক হাসান মতিউর রহমান মতি, শোক প্রস্তাব পাঠ করেন আনোয়ারুল ইসলাম বাপ্পি। স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাতা সভাপতি আ ফ ম বাহাউদ্দীন নাছিমের পক্ষে লিখিত বক্তব্য দেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের  সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু। 

বাংলাদেশ সময়: ২২১৫ ঘণ্টা, জুন ১৯, ২০২১
এমএম/টিসি


সম্পাদক : তৌহিদুল ইসলাম মিন্টু

ফোন: +৮৮০ ২ ৮৪৩ ২১৮১, +৮৮০ ২ ৮৪৩ ২১৮২ আই.পি. ফোন: +৮৮০ ৯৬১ ২১২ ৩১৩১ নিউজ রুম মোবাইল: +৮৮০ ১৭২ ৯০৭ ৬৯৯৬, +৮৮০ ১৭২ ৯০৭ ৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪৩ ২৩৪৬
ইমেইল: [email protected] সম্পাদক ইমেইল: [email protected]
Marketing Department: +880 961 212 3131 Extension: 3039 E-mail: [email protected]

কপিরাইট © 2006-2025 banglanews24.com | একটি ইস্ট-ওয়েস্ট মিডিয়া গ্রুপের (ইডব্লিউএমজিএল) প্রতিষ্ঠান