শোক দিবসে ঢাকা সেনানিবাস লেডিস ক্লাবের উদ্যোগে দুস্থদের সহায়তা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম | আপডেট: ২৩৫৬ ঘণ্টা, আগস্ট ১৫, ২০২১

ঢাকা: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদতবার্ষিকী এবং জাতীয় শোক দিবস উপলক্ষে ঢাকা সেনানিবাসের আবাসিক এলাকায় অসহায়, গরিব-দুঃখী মানুষের মাঝে খাদ্য সহায়তা ও নগদ অর্থ বিতরণ করেছে ঢাকা সেনানিবাস লেডিস ক্লাব।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, রোববার (১৫ আগস্ট) জাতীয় শোক দিবস-২০২১ উপলক্ষে ঢাকা সেনানিবাসের নির্ঝর আবাসিক এলাকায় এসব ত্রাণ ও নগদ অর্থ বিতরণ করা হয়।

সেনাবাহিনী প্রধানের সহধর্মিনী এবং ঢাকা সেনানিবাস লেডিস ক্লাবের প্রধান পৃষ্ঠপোষক বেগম নুরজাহান আহমেদ এর উদ্যোগে ক্লাবের সকল সদস্যদের পক্ষ থেকে এসব সহায়তা বিতরণ করা হয়।

করোনায় ক্ষতিগ্রস্ত মানুষদের সহায়তার উদ্দেশ্যে ঢাকা সেনানিবাস লেডিস ক্লাবের প্রধান পৃষ্ঠপোষকের আহবানে সাড়া দিয়ে ক্লাবের সকল সদস্যগণ নগদ অর্থ (প্রায় ২০ লক্ষ টাকা) ও খাদ্য সামগ্রী নিয়ে এগিয়ে আসেন। এই উৎস হতে ঢাকা সেনানিবাস লেডিস ক্লাব কর্তৃক পর্যাক্রমে ১২ শ জন দুস্থ ও অসহায় মানুষকে সহায়তা প্রদান করা হবে। এর‌ই অংশ হিসেবে ঢাকা সেনানিবাস লেডিস ক্লাবের প্রধান পৃষ্ঠপোষক আজ ১০০ জনেরও অধিক অসহায় নারী-পুরুষ ও শিশুকে এই সহায়তা প্রদান করেন। ত্রাণ বিতরণ শেষে বেগম নুরজাহান আহমেদ উপস্থিত গরিব দুঃখী মানুষদের খোঁজখবর নেন।

এ সময় লেডিস ক্লাব ঢাকা সেনানিবাসের সভানেত্রী, সহ-সভানেত্রী; সেনা পরিবার কল্যাণ সমিতি ঢাকা অঞ্চলের সভানেত্রী এবং চিল্ড্রেন ক্লাব ঢাকা অঞ্চলের সভানেত্রীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

আইএসপিআর জানায়, জাতির পিতা এবং তাঁর পরিবারের শাহাদাত বরণকারী অন্যান্য সদস্যদের আত্মার মাগফেরাতের উদ্দেশ্যে জাতীয় শোক দিবস-২০২১ উপলক্ষে বাংলাদেশ সেনাবাহিনীর সকল লেডিস ক্লাব কর্তৃক অনেক আগে থেকেই নানাবিধ কার্যক্রমের পরিকল্পনা করা হয়। তদানুযায়ী ঢাকা সেনানিবাস লেডিস ক্লাব ছাড়াও দেশের সকল সেনানিবাসের লেডিস ক্লাব কর্তৃক সারাদেশে করোনায় ক্ষতিগ্রস্থ গরিব দুঃখীদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

একই সঙ্গে ১৫ই আগস্ট সকল সেনানিবাসে জাতির পিতার জীবনীর উপর নির্মিত ডকুমেন্টারি প্রদর্শন ও আলোচনাসহ সেনানিবাসস্থ মসজিদসমুহে শহীদদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়।

বাংলাদেশ সময়: ২৩৫৫ ঘণ্টা, আগস্ট ১৫, ২০২১
এমইউএম/এমএইচএম


সম্পাদক : লুৎফর রহমান হিমেল

ফোন: +৮৮০ ২ ৮৪৩ ২১৮১, +৮৮০ ২ ৮৪৩ ২১৮২ আই.পি. ফোন: +৮৮০ ৯৬১ ২১২ ৩১৩১ নিউজ রুম মোবাইল: +৮৮০ ১৭২ ৯০৭ ৬৯৯৬, +৮৮০ ১৭২ ৯০৭ ৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪৩ ২৩৪৬
ইমেইল: [email protected] সম্পাদক ইমেইল: [email protected]
Marketing Department: +880 961 212 3131 Extension: 3039 E-mail: [email protected]

কপিরাইট © 2006-2025 banglanews24.com | একটি ইস্ট-ওয়েস্ট মিডিয়া গ্রুপের (ইডব্লিউএমজিএল) প্রতিষ্ঠান