একটি প্রশংসাপত্রের দাম ৫শ’ টাকা!

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম | আপডেট: ১১:০২, নভেম্বর ২২, ২০২১
একটি প্রশংসাপত্রের দাম ৫শ’ টাকা !

একটি প্রশংসাপত্রের দাম ৫শ’ টাকা !

যশোর: যশোরের বাঘারপাড়া ডিগ্রী কলেজে শিক্ষার্থীদের প্রশংসাপত্র দেওয়ার ক্ষেত্রে অনিয়মের অভিযোগ উঠেছে। প্রশংসাপত্র বাবদ প্রত্যেক শিক্ষার্থীর কাছ থেকে পাঁচশ টাকা করে অর্থ আদায় করছে কলেজ কর্তৃপক্ষ। এতে নিরুপায় হয়ে পড়েছে শিক্ষার্থীরা। এক প্রকার বাধ্য হয়ে টাকা দিয়ে প্রশংসাপত্র নিতে হচ্ছে তাদের।

দীর্ঘদিন ধরে এমন অনিয়ম চললেও ঊধ্বর্তন কর্তৃপক্ষকে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে দেখা যায়নি।

এর আগে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে অ্যাসাইনমেন্ট বাবদ প্রায় লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ ওঠে। পরে বিভিন্ন পত্র-পত্রিকায় সংবাদ প্রকাশ হলে টাকা নেওয়া বন্ধ হয়। এছাড়াও কলেজে ভর্তি ও পরীক্ষার ফরম পূরণেও অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগ রয়েছে।

মোহাম্মদ আলী, শাহাবুদ্দীন, জুন্নুন হুসাইনসহ একাধিক শিক্ষার্থী অভিযোগ করে বলেন, পাঁচশ টাকার কমে কোনো শিক্ষার্থীকে প্রশংসাপত্র দেওয়া হচ্ছে না। বিভিন্ন কলেজে একই রকম নিয়ম। এমন অযুহাত দেখিয়ে শিক্ষার্থীদের কাছ থেকে টাকা হাতিয়ে নিচ্ছে কলেজ কর্তৃপক্ষ। টাকা না দিলে প্রশংসাপত্র দেওয়া হচ্ছে না।

বাঘারপাড়া ডিগ্রী কলেজের অধ্যক্ষ আব্দুল মতিন অভিযোগের বিষয়টি স্বীকার করে বাংলানিউজকে বলেন, কলেজ পরিচালনা পরিষদের (গভর্নিং বডি) সিদ্ধান্ত অনুযায়ী প্রশংসাপত্র বাবদ পাঁচশ টাকা করে নেওয়া হচ্ছে।

কলেজ পরিচালনা পরিষদের সভাপতি রাজিব রায় বাংলানিউজকে বলেন, টাকা নেওয়ার বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। বিষয়টি খতিয়ে দেখছি।

এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আকরাম হোসেন বাংলানিউজকে বলেন, প্রশংসাপত্র বাবদ টাকা নেওয়ার কোনো নিয়ম নেই। যদি কোনো প্রতিষ্ঠান টাকা নিয়ে থাকে তাহলে তারা আইন অমান্য করেছেন।

জানতে চাইলে যশোর জেলা শিক্ষা কর্মকর্তা একেএম গোলাম আযম বাংলানিউজকে বলেন, এ ব্যাপারে যা ব্যবস্থা নেওয়ার ডিজি স্যারই নেবেন।

বাংলাদেশ সময়: ১১০২ ঘণ্টা, নভেম্বর ২১, ২০২১
ইউজি/জেডএ


সম্পাদক : লুৎফর রহমান হিমেল

ফোন: +৮৮০ ২ ৮৪৩ ২১৮১, +৮৮০ ২ ৮৪৩ ২১৮২ আই.পি. ফোন: +৮৮০ ৯৬১ ২১২ ৩১৩১ নিউজ রুম মোবাইল: +৮৮০ ১৭২ ৯০৭ ৬৯৯৬, +৮৮০ ১৭২ ৯০৭ ৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪৩ ২৩৪৬
ইমেইল: [email protected] সম্পাদক ইমেইল: [email protected]
Marketing Department: +880 961 212 3131 Extension: 3039 E-mail: [email protected]

কপিরাইট © 2006-2025 banglanews24.com | একটি ইস্ট-ওয়েস্ট মিডিয়া গ্রুপের (ইডব্লিউএমজিএল) প্রতিষ্ঠান