দাম্পত্যের ১৪ বছর, শুভেচ্ছায় ভাসছেন সুবর্ণা ও সৌদ

বিনোদন ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম | আপডেট: ১৯:১২, জুলাই ৭, ২০২২
বদরুল আনাম সৌদ ও সুবর্ণা মুস্তাফা

বদরুল আনাম সৌদ ও সুবর্ণা মুস্তাফা

দেশবরেণ্য অভিনেত্রী-সাংসদ সুবর্ণা মুস্তাফা ও নির্মাতা বদরুল আনাম সৌদের ১৪তম বিবাহবার্ষিকী বৃহস্পতিবার (৭ জুলাই)। ২০০৮ সালের আজকের এই দিনে বিয়ের পিঁড়িতে বসেছিলেন এ তারাকা জুটি। সেই থেকে আজ অবধি দুজন-দুজনের পথ চলার সঙ্গী হয়ে আছেন। 

বিশেষ এই দিনটি কেন্দ্র করে নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি স্ট্যাটাস দিয়েছেন সুবর্ণা মুস্তাফা। যেখানে স্বামী সৌদের সঙ্গে কয়েকটি ছবি শেয়ার করে এই অভিনেত্রী লেখেন, ‘০৭ জুলাই ২০০৮ থেকে চৌদ্দ বছর, শুভ বার্ষিকী সৌদ। তোমাকে সবসময় ভালোবাসি।’ এর সঙ্গে লাভ ও গোলাপের ইমোজি জুড়ে দেন তিনি। 

এর পরেই সুবর্ণা মুস্তাফা ও সৌদ দম্পতির একটি ছবি শেয়ার করে শুভেচ্ছা জানান অভিনেত্রী বিজরী বরকতুল্লাহ। এই অভিনেত্রী লেখেন, ‘আমার প্রিয় দু’জন মানুষ, আমি আপনাদের হাজার বছরের সুখী দাম্পত্য জীবন কামনা করছি। আপনার জীবনের আগামী বছরগুলো একে অপরের প্রতি ভালোবাসা এবং যত্নের মধ্যে অতিবাহিত হোক।’

এদিকে সুবর্ণা মুস্তাফার পোস্টের কমেন্টে শুভেচ্ছা জানান দেশের প্রথিতযশা সংগীতশিল্পী ফেরদৌসী রহমান। তিনি লেখেন, ‘শুভ বিবাহবার্ষিকী সুন্দর দম্পতি।’

সঙ্গীতশিল্পী, গীতিকার ও সুরকার নকীব খান লেখেন, ‘শুভ বিবাহবার্ষিকী। দিনটিতে আপনাদের দু’জনেরই অনেক অনেক শুভ প্রত্যাবর্তন কামনা করছি।’

সুবর্ণা ও সৌদের বিবাহবার্ষিকীতে শুভেচ্ছা জানিয়ে গুণী অভিনেত্রী মিলি বাশার লেখেন, ‘অনেক অনেক শুভ কামনা, অনেক অভিনন্দন আর একরাশ ভালোবাসা, শুভ বিয়ে বার্ষিকী।’ 

আরেক অভিনেত্রী চিত্রলেখা গুহ শুভেচ্ছা জানিয়ে লেখেন, ‘দুজনের বন্ধন এমনই সুন্দর থাকুক। অনেক শুভকামনা। দীর্ঘ হোক এই পথচলা।’ 

ঢাকাই সিনেমার প্রয়াত মহানায়ক বুলবুল আহমেদের মেয়ে অভিনেত্রী ঐন্দিলা আহমেদও শুভেচ্ছা জানিয়েছেন সুবর্ণা ও সৌদের বিবাহবার্ষিকীতে। এই অভিনেত্রী লেখেন, ‘দু’জনকেই শুভ বিবাহবার্ষিকী...সব সময় ভালো থাকুন! অনেক ভালোবাসা। শুভ ১৪তম বিবাহবার্ষিকী!’

এছাড়াও সুবর্ণা মুস্তাফার ওই পোস্টে শুভেচ্ছা জানিয়েছেন দেশের শোবিজ তারকাদের অনেকেই। এরমধ্যে রয়েছেন অপি করিম, হাসান আবিদুর রেজা জুয়েল, এফএস নাঈম, ভাবনা, আঁখি আলমগীর, বাঁধন, রওনক হাসান, চঞ্চল চৌধুরী, জাকিয়া বারী মম, সাজু খাদেম, বাপ্পা মুজমদার, নাদিয়া আহমেদ, দিনাত জাহান মুন্নি, ফারুক আহমেদ প্রমূখ।

১৪তম বিবাহবার্ষিকীর দিনের সকালটা কেক কেটে উদযাপন করেন সুবর্ণা মুস্তাফা ও সৌদ। আরো একটি পোস্টে সুবর্ণা মুস্তাফা জানান, উত্তরায় অবস্থিত ফ্যাশন হাউজ বিশ্বরঙের আউটলেটে গিয়েছিলেন তারা। সেখানে ফ্যাশন হাউজের কর্ণধার বিপ্লব সাহা হ্যাপি অ্যানিভার্সারি লেখা একটি কেক নিয়ে এসে সারপ্রাইজ দেন। এমন আয়োজনের জন্য বিপ্লব সাহাকে ধন্যবাদও জানিয়েছেন গুণী এই অভিনেত্রী। 

সৌদের পরিচালনায় বেশ কিছু নাটকে অভিনয় করেছেন সুবর্ণা মুস্তাফা। শোনা যায়, ‘ডল্‌স হাউজ’ ধারাবাহিক নাটক নির্মাণের সময় সম্পর্কে জড়ান সুবর্ণা-সৌদ। সেখান থেকে বিয়ের সিদ্ধান্ত নেন তারা। 

২০১৭ সালে মুক্তি পাওয়া ‘গহীন বালুচর’ সরকারি অনুদানে পরিচালনা করেন সৌদ। এতে সুবর্ণাও অভিনয় করেন। সিনেমাটি বেশ কয়েকটি বিভাগে জাতীয় পুরস্কার জেতে। সৌদ পেয়েছিলেন শ্রেষ্ঠ পরিচালক ও শ্রেষ্ঠ সংলাপ রচয়িতার পুরস্কার।

বাংলাদেশ সময়: ১৯১২ ঘণ্টা, জুলাই ০৭, ২০২২
এনএটি


সম্পাদক : লুৎফর রহমান হিমেল

ফোন: +৮৮০ ২ ৮৪৩ ২১৮১, +৮৮০ ২ ৮৪৩ ২১৮২ আই.পি. ফোন: +৮৮০ ৯৬১ ২১২ ৩১৩১ নিউজ রুম মোবাইল: +৮৮০ ১৭২ ৯০৭ ৬৯৯৬, +৮৮০ ১৭২ ৯০৭ ৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪৩ ২৩৪৬
ইমেইল: [email protected] সম্পাদক ইমেইল: [email protected]
Marketing Department: +880 961 212 3131 Extension: 3039 E-mail: [email protected]

কপিরাইট © 2006-2025 banglanews24.com | একটি ইস্ট-ওয়েস্ট মিডিয়া গ্রুপের (ইডব্লিউএমজিএল) প্রতিষ্ঠান