ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

প্রবাসে বাংলাদেশ

সাংবাদিক রমজানের ওপর হামলায় ফিনল্যান্ড বিএনপির নিন্দা

মোস্তাক সরকার, হেলসিংকি থেকে | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৫ ঘণ্টা, এপ্রিল ৬, ২০১২

হেলসিংকি : ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গি উপজেলার সাংবাদিক রমজান আলীকে আওয়ামী লীগ সমর্থকরা নির্মমভাবে পিটিয়ে গুরুতর আহত করার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ফিনল্যান্ড বিএনপির নেতারা।
 
এক বিবৃতিতে ফিনল্যান্ড বিএনপির নেতারা অভিযোগ করে বলেন, বর্তমান আওয়ামী লীগের ফ্যাসিস্ট সরকারের সৃষ্ট নানামুখী সন্ত্রাস, নিপীড়ন, নির্যাতন ও দুর্নীতির বিষয়ে দেশের সাংবাদিকরা যখন কলম হাতে জনগণের কাছে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করছেন, ঠিক তখনই সরকার তাদের দমন করতে পৈশাচিক নির্যাতন শুরু করেছে।



নেতারা বলেন, আওয়ামী সরকার ক্ষমতার দাপটে দিশেহারা হয়ে গেছে, ন্যূনতম সমালোচনাও সহ্য করতে পারছে না। তাই তারা জনসমাজের দর্পণ সংবাদপত্র ও সাংবাদিকদের ওপর অব্যাহত মামলা, হামলা ও নির্যাতনের মাত্রা বৃদ্ধি করেছে।

তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, সাংবাদিকদের ওপর অত্যাচার চালিয়ে বর্তমান সরকার নিজেদের পতনের পথ প্রশস্ত করছে।
 
বিবৃতিতে ফিনল্যান্ড বিএনপির নেতারা সাংবাদিক রমজান আলীর ওপর হামলকারীদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান। সেই সঙ্গে আহত সাংবাদিক রমজান আলীর আশু সুস্থতা কামনা করেন।

যৌথ বিবৃতিদানকারীরা হলেন- ফিনল্যান্ড বিএনপির সভাপতি জামান সরকার, সাধারণ সম্পাদক সাইফুল আলম খান তপন, উপদেষ্টা জুলফিকার মো. আশরাফ সাগর, সিনিয়র সহ-সভাপতি বদরুম মনির ফেরদৌস, সহ-সভাপতি মো. আওলাদ হোসেন, মো. মইন উদ্দিন, নাসির খান, ফিনল্যান্ড জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার আহবায়ক মুজিবুর রহমান হিরক ও যুগ্ম-আহবায়ক মো. আলাউদ্দিন, ফিনল্যান্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি তাপস খান, সাধারণ সম্পাদক গাজী সামসুল আলম ও সিনিয়র সহ-সভাপতি সাইফুর রহমান সাইফ, ফিনল্যান্ড যুবদলের সভাপতি মিজানুর রহমান মিঠু ও সাধারণ সম্পাদক নিজামউদ্দিন নিজাম, মিলন কায়সার, জয়নাল আবেদীন, ফিনল্যান্ড বিএনপি নেতা আবদুল্লাহ আল মাসুদ আরিফ, মোস্তাক সরকার, মো. আনোয়ার হোসাইন, ওবায়দুর রহমান ওবায়েদ, পারভেজ, রিপন কায়সার, সাজিদ খান জনি, সাদিয়া চৌধুরী লিসা, আজিজুল, তাজুল ইসলাম, শেখ আকাশ, মিজানুর রহমান, এম ডি মাসুদ, নাজমুল হোসেন, গাজী জসীম, মাহফুজুর রহমান মাহফুজ, রহমান, মামুন আহমেদ, আবদুস সহিদ, রাইসুল ইসলাম, জাভেদ আহমেদ, আশরাফুল ইসলাম, পারভেজ, জাভেদ, শহীদুল হক প্রমুখ।

বাংলাদেশ সময় : ১৭০১ ঘণ্টা, এপ্রিল ০৬, ২০১২

সম্পাদনা : ওবায়দুল্লাহ সনি, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।