ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

প্রবাসে বাংলাদেশ

পান্তা-ইলিশের আমেজে যুক্তরাষ্ট্রে বর্ষ বরণ আয়োজন

কন্ট্রিবিউটিং করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৭ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১২

নিউইয়র্ক : শতশত প্রবাসীর রক্তদানের মাধ্যমে ব্যতিক্রমভাবে নিউইয়র্কে বাংলা নতুন বছরকে স্বাগত জানানোর কর্মসূচি ঘোষণা করেছে জ্যাকসন হাইটস বাংলাদেশি বিজনেস অ্যাসোসিয়েশন এবং এলাকাবাসী।

নিউইয়র্ক ব্লাড সেন্টার রক্তদান কর্মসূচির সমন্বয় করছে।

রক্তদানে ইচ্ছুক শতাধিক বাংলাদেশি ইতোমধ্যে তালিকাভুক্ত হয়েছেন। নিউইয়র্ক ব্লাড সেন্টার এ রক্ত সংগ্রহ করবে বিভিন্ন হাসপাতালের চাহিদা মেটাতে।

নতুন বছরকে স্বাগত জানাতে জ্যাকসন হাইটসে বর্ণাঢ্য র‌্যালি, পান্তা-ইলিশের আয়োজনও রয়েছে। এছাড়া বর্ষবরণের বড় ধরনের আরো কয়েকটি অনুষ্ঠান হবে এনটিভি মিলনায়তন, ঢাকা ক্লাব, জ্যামাইকা এবং ব্রুকলিনের চার্চ-ম্যাকডোনাল্ডে। পান্তা-ইলিশের পাশাপাশি হরেক রকম ভর্তার সমাগম ঘটানোর ব্যাপক প্রস্তুতি চলছে উদীচীর বর্ষবরণ অনুষ্ঠানে।

নিউইয়র্ক, নিউজার্সি, কানেকটিকাট, বস্টন, ওয়াশিংটন মেট্র, ফিলাডেলফিয়া, আটলান্টা, ফ্লোরিডার মায়ামী, ফোর্টলডারডেল, ওরল্যান্ডো, লসএঞ্জেলেস, ডালাস, হিউস্টন, ফিনিক্স, সিয়াটল, ওহাইয়ো, ক্যান্সাস সিটি, ওকলাহোমা, মিনেসোটাসহ বিভিন্নস্থানে শতাধিক আয়োজন হচ্ছে বর্ষবরণের।

নতুন বছরের প্রথম দিন স্বেচ্ছায় রক্তদানের কর্মসূচি প্রবাসীদেরই শুধু নয়- মার্কিন রাজনীতিকদেরও দৃষ্টি কেড়েছে।

বাংলাদেশ সময় : ২২০৩ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১২
এলএ,
সম্পাদনা : সুকুমার সরকার, কো-অর্ডিনেশন এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।