ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

প্রবাসে বাংলাদেশ

বোরো মৌসুম আর নতুন সংযোগেই বিদ্যুৎ সমস্যা: নিউইয়র্কে আলমগীর কবীর

শিহাব উদ্দীন কিসলু, নিউইয়র্ক প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০২ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০১২

ঢাকা: বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান আলমগীর কবীর বলেছেন, বোরো মৌসুমের ও নতুন করে ২১লাখ সংযোগের কারণে বর্তমানে বিদ্যুতের সমস্যা।

বৃহস্পতিবার রাতে নিউইয়র্কে বিদ্যুৎ সমস্যা নিয়ে এক সেমিনারে অংশগ্রহণ শেষে বাংলানিউজের কাছে তিনি এ মন্তব্য করেন।

পাশাপাশি তিনি বিদ্যু‍ৎ খাতকে আমলাতন্ত্রের বেড়াজাল থেকে মুক্ত করারও পরামর্শ দেন।

সেমিনারে তিনি বলেন, বিদ্যুৎ খাতের প্রকৃত উন্নয়ন করতে চাইলে সরকারকে যুক্তরাষ্ট্রের মতো পেশাদার জনবল দিয়ে কাজ করতে হবে।

বৃহস্পতিবার নিউইয়র্কের হোটেল হলিডে ইন-এ বর্তমান সরকারের সময়ে বিদ্যুৎখাতের সাফল্য শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়।

যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ আয়োজিত এ সেমিনারে সভাপতিত্ব করেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সেক্রেটারি সাজ্জাদুর রহমান।

সরকার কিভাবে বিদ্যুতের বর্তমান সমস্যার স্থায়ী সমাধানে কাজ করছে তা তুলে ধরে আলমগীর কবীর বলেন, ২০১৩ সালেই বিদ্যুৎ উৎপাদন আর  চাহিদা খুব কাছাকাছি থাকবে। ২০১৫ সালে অতিরিক্ত ৫০০ মেগাওয়াট এবং ২০২০ সালে অতিরিক্ত ২০০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হবে।

তিনি আরও বলেন, আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়াও বিদ্যুৎ সমস্যা সমাধানে বড় অন্তরায়। বর্তমানে এ খাতের ৫৪ ভাগ সরকারি পর্যায়ে। বাকি ৪৬ ভাগ নিয়ন্ত্রণ বেসরকারি খাতে। এটি ইতিবাচক। বেসরকারিখাতে পিডিবি ৫০টি কোম্পানির সাথে চুক্তি সই করেছে।

সরকার বিদ্যুৎখাতের সিস্টেম লস ১২ ভাগ থেকে সিঙ্গেল ডিজিটে নিয়ে আসতে কাজ করছে বলেও তিনি জানান।

বাংলাদেশ সময়: ১৩৫৫ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০১২
সম্পাদনা: নূরনবী সিদ্দিক সুইন, সিনিয়র নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।