ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

প্রবাসে বাংলাদেশ

রিজভীসহ নেতাকর্মীদের মুক্তি দাবি নরওয়ে, সুইজারল্যান্ড ও জার্মান বিএনপির

মোস্তাক সরকার, ফিনল্যান্ড থেকে | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬০৭ ঘণ্টা, মে ৬, ২০১২

বিএনপি নেতাদের নামে দায়ের করা মামলা প্রত্যাহার, ইলিয়াস আলীকে জীবিত ফেরত, রিজভী আহমেদ, কামরুজ্জামান রতনসহ সারা দেশে গ্রেফতারকৃত বিএনপি নেতাকর্মীদের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবি করেছে নরওয়ে, সুইজারল্যান্ড ও জার্মান বিএনপি।

শনিবার নরওয়ে বিএনপির আহবায়ক মজিবুর রহমান সাগর ও  যুগ্ম আহবায়ক মোঃ হাবিবুল হক, সুইজারল্যান্ড বিএনপির সভাপতি সাইদ হোসেন খোকন, সাধারণ সম্পাদক কবীর মোল্লা ও সহ সভাপতি শেখ আনোয়ার, জার্মান বিএনপির যুগ্ম সম্পাদক চৌধুরী নুর জিয়া ও জার্মান বিএনপি বার্লিন শাখার সিনিয়র সহ সভাপতি কাজী রেজাউল সাইদ এবং সর্ব ইউরোপীয় বিএনপির আহবায়ক মহিউদ্দিন আহমেদ জিন্টু পৃথক পৃথক বিবৃতিতে এসব দাবি জানান।



নেতারা অভিযোগ করেন, গ্রেফতারের পর থেকেই রিজভী একই কাপড়ে আছেন। তাকে একটি চাদর ছাড়া কিছুই দেওয়া হয়নি। তাকে মানসিক ও শারীরিকভাবে নির্যাতন করা হয়েছে। আদালতে তার পাঞ্জাবি পর্যন্ত ছেঁড়া ছিল। শিগগিরই তার সুচিকিৎসার দরকার।

বিএনপির নেতাকর্মীদের অযথা রিমান্ডে নিয়ে তাদের মুখ থেকে কিছু বের করার চেষ্টা চলছে বলেও তারা অভিযোগ করেন।

বাংলাদেশ সময় : ০৫৪৫ ঘণ্টা, মে ০৬, ২০১২
সম্পাদনা : অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।