ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

প্রবাসে বাংলাদেশ

বার্মিংহামে নবীগঞ্জ এডুকেশন ট্রাস্ট্রের বাৎসরিক সভা

কয়েস আলী, ইংল্যান্ড থেকে | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২৬ ঘণ্টা, মে ৯, ২০১২
বার্মিংহামে নবীগঞ্জ এডুকেশন ট্রাস্ট্রের বাৎসরিক সভা

গত ২২শে এপ্রিল রোববার বার্মিংহাম ইকবাল ব্যাংকুয়েটিং হল (মাল্টিপারপাস সেন্টার) আস্টনে নবীবগঞ্জ এডুকেশন ট্রাস্টের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। ট্রাস্টের চেয়ারপার্সন ব্যারিস্টার আতাউর রহমানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন গ্রেটার সিলেট কাউন্সিলের প্যাট্রন নাসির আহমেদ।

বিশেষ অতিথি ছিলেন ট্রাস্টের প্রাক্তন চেয়ার কামরুল ইসলাম চুনু, প্রফেসর আব্দুল হান্নান ও মঈনুল আমীন বুলবুল।

মহসিন মিয়ার কণ্ঠে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের শুরুতে ট্রাস্টের সাধারণ সম্পাদক ফিরোজ খান বাৎসরিক রিপোর্ট পেশ করেন এবং ট্রেজারার লুদু মিয়া আর্থিক রিপোর্ট পেশ করেন। এসময় ট্রাস্টের ফান্ডে এক কোটি টাকারও বেশি ডিপোজিট রাখা আছে বলে সাধারণ সদস্যদের জানানো হয়।

সভায় আরো বক্তব্য রাখেন কামরুল ইসলাম চুনু, প্রফেসর আব্দুল হান্নান, মঈনুল আমীন বুলবুল, ছুরক মিয়া, মুজাহিদ মিয়া, ফখরু উদ্দিন, আব্দুল আউয়াল, শামীম বুরহানি, আব্দুল মুকিত চৌধুরী, আবরুজ মিয়া, ফখর উদ্দিন, আবুল হোসেন চৌধুরী, আলতবা উদ্দিন, শফিক মিয়া, আব্দুল হামিদ চৌধুরী, নাসির উদ্দিন শ্যামল ও আবু তাহের এমবিই।
সভার শেষ পর্যায়ে অতিথিগণ ট্রাস্টের নতুন ট্রাস্টিদের মাঝে সার্টিফিকেট বিতরণ করেন। নতুন ট্রাস্টিরা হলেন- আতাউর রহমান (ম্যানচেস্টার), মুজাহিদ মিয়া (পোর্টস মাউথ), আব্দুল হাই (লন্ডন), সলিসিটর মাহমুদুল হক (লন্ডন)।

বাংলাদেশ সময় : ২২১৩ ঘণ্টা, ০৯ মে, ২০১২
সম্পাদনা : আহ্সান কবীর, আউটপুট এডিটর
[email protected]

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।