কাতার: ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে কাতারে পালিত হলো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।
রোববার (২১ ফেব্রুয়ারি) স্থানীয় সময় সকাল ৯টায় কাতারে বাংলাদেশ দূতাবাসে জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে শুরু হয় এ আনুষ্ঠানিকতা।
জাতীয় পতাকা উত্তোলন করেন রাষ্ট্রদূত আসুদ আহমেদ। এরপর ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে পালন করা হয় এক মিনিটের নিরবতা।
‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি’ গানটি পরিবেশন করেন কাতারস্থ বাংলাদেশ স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা।
ভাষা শহীদদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সৈয়দ আকতার হোসেন। এরপর রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করেন শোনান যথাক্রমে রাষ্ট্রদূত আসুদ আহমেদ, শ্রম কাউন্সিলর ড. সিরাজুল ইসলাম, কাউন্সিলর কাজী জাবেদ ইকবাল, শ্রম প্রথম সচিব রবিউল ইসলাম। এরপর বঙ্গবন্ধুর আত্মজীবনীর কিছু অংশ পড়ে শোনান দ্বিতীয় সচিব নাজমুল হক।
বাংলাদেশ সময়: ০৪৪২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৬
আরএইচ