ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

প্রবাসে বাংলাদেশ

কোপেনহেগেনে স্বাধীনতা দিবস উদযাপন

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৩ ঘণ্টা, মার্চ ২৭, ২০১৬
কোপেনহেগেনে স্বাধীনতা দিবস উদযাপন

ঢাকা: ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনে স্থানীয় আওয়ামী লীগের উদ্যোগে ৪৬তম মহান স্বাধীনতা ও জতীয় দিবস উদযাপন করা হয়েছে।

এ উপলক্ষে শনিবার (২৬ মার্চ) কোপেনহেগেনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় ডেনমার্ক আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী মোল্লা লিংকনের সভাপতিত্বে বক্তব্য রাখেন সহসভাপতি আরিফ খালেক, ইকবাল হোসেন মিঠু, যুগ্ম-সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ, সামি দাস, সাংগঠনিক সম্পাদক মোতালেব ভূঁইয়া, দফতর সম্পাদক হিল্লোল বড়ুয়া, ডেনমার্ক যুবলীগ সভাপতি জামিল আখতার কামরুল, ডেনমার্ক ছাত্রলীগের সভাপতি ইফতেখার সম্রাট, ছাত্রনেতা কিশোর কিষান, তপু রয় প্রমুখ।

এ সময় আরও উপস্থিত ছিলেন সহসভাপতি জামাল আহমেদ, আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর আলম, মানজুর লিমন, বোরহান উদ্দিন, কাওসার সুমন, মোহাম্মদ ইউসুফ সরফরাজ, জুয়েল, নিরব হালদার, সুবীর, খাদিজা আখতার মিনি, শেখ কামাল প্রমুখ।

সভায় বক্তারা বলেন, জাতির জনক বঙ্গবন্ধুর সাহসী ও দুরদর্শী নেতৃত্বের কারণে বিশ্বের মানচিত্রে বাংলাদেশ নামক দেশের অভ্যুদয় হয়েছে। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসজুড়ে থাকবে বঙ্গবন্ধুর অসামান্য ত্যাগ ও তিতিক্ষার গল্প। তাই বাংলাদেশ ও বঙ্গবন্ধু সমার্থক।

বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণে ও তার আদর্শে কাজ করে সত্যিকার অর্থে সোনার বাংলা গড়তে সাবইকে আহ্বানও জানান তারা।

বাংলাদেশ সময়: ১০২৫ ঘণ্টা, মার্চ ২৭, ২০১৬
টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।