ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

প্রবাসে বাংলাদেশ

ভিয়েনায় বর্ণাঢ্য বৈশাখী মেলা

সিনিয়র স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৩ ঘণ্টা, মে ৩, ২০১৬
ভিয়েনায় বর্ণাঢ্য বৈশাখী মেলা

বর্ণাঢ্য আয়োজনে ভিয়েনায় উদযাপিত হয়েছে বাংলা নববর্ষ। বাংলাদেশ দূতাবাস ও স্থায়ী মিশন ভিয়েনার আয়োজনে অনুষ্ঠানে উপস্থিত হয়ে বাংলা নতুন বছরকে বরণ করেছে অস্ট্রিয়া প্রবাসী চার হাজার বাঙালি।

অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনার গ্রেন্টস হলে শনিবার (৩০ এপ্রিল)  বাংলা নববর্ষের এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সকাল ১০টা থেকে শুরু হয়ে রাত ১০টা পর্যন্ত বিরতিহীনভাবে চলে এ আয়োজন।

হলটি সম্পূর্ণ দেশীয় আঙ্গিকে  নানা রঙের পোস্টার, ব্যানার, ফেস্টুন দিয়ে সাজানো হয়। এতে মন-মাতানো সাংস্কৃতিক অনুষ্ঠান ছাড়াও ছিলো ১০টি স্টল।

স্টলে থাকা নানা ধরনের পিঠা, ভর্তা ও পান্তা-ইলিশসহ বিভিন্ন খাবারে ছিলো বাঙালিয়ানার স্বাদ। রঙিন শাড়ি আর রঙিন পাঞ্জাবিতে ভিন্ন আমেজে সবাই মেতে ওঠেন প্রবাসী নারী-পুরুষ।

জ্বলে ওঠে বাঙালি সংস্কৃতির চিত্র। ছিল হস্তশিল্প সামগ্রী। আরো ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবনী এবং অস্ট্রিয়া প্রবাসী মানবাধিকার কর্মী এম নজরুল ইসলামের লেখা ও সম্পাদিত বইটি।

স্টলগুলোতে প্রবাসীদের উপচে পড়া ভিড় ছিলো। অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিলো বৈশাখী বর্ণিল সাজে যুগলদের প্রতিযোগিতা।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে সন্ত্রীক উপস্থিত ছিলেন-  ভারত, আফগানিস্তান, আলজেরিয়া, আরমানিয়া, আজারবাইজান, ইকুয়েডর, হাঙ্গেরি, ইরাক, জাপান, জর্ডান, মালয়েশিয়া,মরক্কো, মায়ানমার, নাইজেরিয়া, পেরু, সুদানের রাষ্ট্রদূতরা।

উপস্থিত ছিলেন- জাতিসংঘের আন্তর্জাতিক আনবিক সংস্থার ডিরেক্টর মায় আবদুল ওয়াহাব, জাতিসংঘের আন্তর্জাতিক আনবিক সংস্থার ডেপুটি ডিরেক্টর জেনারেল জানিস ডোন লি,  সংস্থার কর্মকর্তা অসকার আকোনা, জেরিট জে বিলজঅন, জাতিসংঘ শিল্প উন্নয়ন সংস্থার (ইউনিডো) কর্মকর্তা লুডবিকো আলকরটা, প্রদেপ মনগা, সিটিবিউ কর্মকর্তা খালেদ গালাল আবদেল হামিদ,ইউএফআইডি কর্মকর্তা সুলাইমান জে আল হারবিস, মিস সিভিয়া ফ্রিডিকস প্রমুখ।

বৈশাখী সাজে যুগল প্রতিযোগিতায় বিজয়ী জেফ্রি-জারিন যুগলের জারিনের হাতে রাষ্ট্রদূত মো. আবু জাফর তুলে দেন ভিয়েনা-ঢাকা-ভিয়েনা প্লেন টিকিট।

বাঙালি কমিউনিটির নেতৃস্থানীয়দের মধ্যে উপস্থিত ছিলেন-মুক্তিযোদ্ধা সংসদ অস্ট্রিয়া ইউনিট কমান্ডের কমান্ডার বায়েজীদ মীর, জাতিসংঘের আন্তর্জাতিক আনবিক সংস্থার সাবেক কর্মকর্তা ড. শহীদ হোসেন,  অস্ট্রিয়ান শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা মিজানুর রহমান খান, অস্ট্রিয়া আওয়ামী লীগের সভাপতি খন্দকার হাফিজুর রহমান নাসিম,সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম কবির,  ব্যবসায়ী রতন সাহা, আবদুর রব খান,মাহাবুব, সাংবাদিক এম নজরুল ইসলাম প্রমুখ।
 
অনুষ্ঠান সঞ্চালনা করেন-বন্নিমা খান ও লতিফুর রহমান।

সঙ্গীত পরিবেশন করেন- কানিজ খান, ডা. অর্চি সাবাব, নাহিদ খান সুমি, জান্নাতুল ফরহাদ, লুৎফর, সেজুতি, বাউল শিল্পী আবুল কালাম, উৎপল কর্মকার, ইয়াসিম মিয়া বাবু,সাইফুল ইসলাম, মুইন, রিকতা, আলিন, আলিসা প্রমুখ।

এছাড়া শিশুশিল্পী সুবর্ণ মল, রামিতা সাহা, পূর্ণা, প্রজ্ঞা, মেঘা কর্মকার, অর্জন দাস, প্রথমা, ঐশিক, তুষার, উৎস, আরোহী প্রমুখ নৃত্য পরিবেশন করে। তবলায় ছিলেন বিশ্বজিৎ ঘোষ ও অর্ণব, ঢোলে জনি এবং মিউজিকে ছিলেন আনন্দ।

বাংলাদেশ সময়: ২১০৫ ঘণ্টা, মে ০৩, ২০১৬
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।