ঢাকা, বৃহস্পতিবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

প্রবাসে বাংলাদেশ

বেলজিয়াম বিএনপির ভাষা দিবস পালন

মো. আলম হোসেন, বেলজিয়াম থেকে | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১২

বেলজিয়াম : বাংলাদেশ জাতীয়তাবাদীদল বিএনপি বেলজিয়াম শাখার উদ্যোগে আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে এক সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন বেলজিয়াম বিএনপির সভাপতি সানোয়ার আলী ছিদ্দিক এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক সাইদুর রহমান লিটন।



সভায় বক্তারা বলেন, সরকার মুখে গণতন্ত্রের কথা বললেও তারা গণতন্ত্র বিশ্বাস করেনা। আওয়ামী লীগ সরকার সারাদেশে বিরোধী দলের নেতাকর্মীদের হত্যা, গুম ও নির্যাতন করছে। তারা আগামী মেয়াদে জোরপূর্বক ক্ষমতায় যাওয়ার লক্ষ্যে তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বাতিল করেছে।

বক্তারা বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, সীমান্তে বিএসএফ কর্তৃক বাংলাদেশি জনগণকে হত্যা এবং নির্যাতন করা হলে এই হত্যার জন্য সরকার কোনো প্রতিবাদ করতে পারেনি। সরকার জনগণের নিরাপত্তা দিতে ব্যর্থ, দেশের সার্বভৌমত্ব আজ হুমকির মুখে। তাই খালেদা জিয়ার নেতৃত্বে স্বৈরাচারী এ সরকারের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।

একুশের অনুষ্ঠানের শুরুর দিকে মহান শহীদদের স্মরণে ১ মিনিট নীরবতা পালন করা হয়।

সভায় বক্তব্য রাখেন বেলজিয়াম বিএনপির সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন, রুহুল আমিন সেলিম, হাসান লিনট, বিএনপি নেতা মনজু আহমদ, হারুন মিয়া, বোরহান উদ্দিন, দিপু চৌধুরী, সুমন আহমদ, মো. আলম হোসেন, সানুর আলী, বশির খান, কয়েছ আহমদ, সাইদুল আলম, আহমদ চৌধুরী, ফিরোজ আহমদ, আবদুল ছালাম ভুট্টু, জহির আহমদ, মাসুদুর রহমান প্রমুখ।

বাংলাদেশ সময় : ০৮৫৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।