ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

প্রবাসে বাংলাদেশ

অষ্ট্রিয়া-বাংলাদেশ প্রেসক্লাবে অমর একুশ পালিত

বখতিয়ার মো. কুতুবউদ্দিন, ভিয়েনা থেকে | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১২

ভিয়েনা: অষ্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় বাংলাদেশ ইসলামিক সেন্টার বায়তুল মোকাররমের নাত ট্রাভেলস এজেন্সিতে অষ্ট্রিয়া-বাংলাদেশ প্রেসক্লাব আয়োজন করে অমর একুশের অনুষ্ঠানমালা।

গত ২৫ ফেব্রুয়ারি বিকাল ৬টায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে অংশ নেয় অষ্ট্রিয়া-বাংলাদেশ বন্ধন বাংলা স্কুল।

তিন পর্বের অনুষ্ঠানের প্রথম পর্বে ছিল আলোচনা সভা। এতে সভাপতিত্ব করেন অষ্ট্রিয়া-বাংলাদেশ প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি মাহবুবুর রহমান।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মাহমুদুর রহমান, সহ-সভাপতি তপন খান, সালাউদ্দিন লাবলু তরুণ ও বখতিয়ার মো. কুতুবুদ্দিন।

বক্তারা ভাষা সৈনিকদের ওপর আলোচনা করেন ও শহীদদের রুহের মাগফেরাত কামনা করে মোনাজাত করেন।

দ্বিতীয় পর্বে অষ্ট্রিয়া-বাংলাদেশ বন্ধন বাংলা স্কুল আলোচনা করে। স্কুলের প্রতিষ্ঠাতা নাসরীন নাহিদ ও স্কুলের সভাপতি রকিমা মাহমুদ ও প্রমুখ এতে বক্তব্য রাখেন।

নাহিদ নাসরিন বলেন, ‘আপনাদের সহযোগিতায় আজ অমর একুশে দিবসে আমরা শিশুদেরকে ভাষা সংক্রান্ত জ্ঞান দিতে পেরেছি। ’

তৃতীয় পর্বে স্কুলের ছেলেমেয়েদের ভাষা শহীদদের ওপর প্রশ্ন উত্তর প্রতিযোগিতার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে ভিয়েনা প্রবাসী অনেক বাংলাদেশি ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করেন।

বাংলাদেশ সময়: ০৯৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।