বৃহস্পতিবার প্রকাশিত সাফোক ইউনিভার্সিটি পরিচালিত জনমত জরিপ মতে নর্থ ক্যারোলিনায় হিলারির চেয়ে তিন পয়েন্টে এগিয়ে রয়েছেন ডনাল্ড ট্রাম্প।
রিপাবলিকান প্রার্থী ৪৪ শতাংশ সমর্থন পাচ্ছেন আর ক্লিনটন পাচ্ছেন ৪১ শতাংশ।
এই রাজ্যের লোকেরা সাধারণত রিপাবলিকানদেরই ভোট দেন। ২০০৮ সালে অবশ্য বারাক ওবামা দশমিক অংকের সামান্য ব্যবধানে জয় পেয়েছিলেন। তবে নর্থ ক্যারোলিনার হিসাব নিকাশ পাল্টাচ্ছে আর তাতে ডেমোক্র্যাটদের আশা জাগছে।
তবে আতঙ্কের বা হতাশার দিক হচ্ছে এখানকার সম্ভাব্য ভোটারদের দুই-তৃতীয়াংশই মনে করে হিলারি ক্লিনটন সৎ নন, কিংবা তাকে বিশ্বাস করা যায় না। মোটে ৩৩ শতাংশ নর্থ ক্যারোলিনাবাসী তার ওপর আস্থা রাখতে পারছেন।
অন্যদিকে ট্রাম্পের সততা কিংবা বিশ্বাসযোগ্যতা প্রশ্নবিদ্ধ ৫০ শতাংশের কাছে। আর ৪১ শতাংশের রয়েছে তারও অপর অগাধ বিশ্বাস।
গত ৫-৭ সেপ্টেম্বর টেলিফোনে ৫০০ সম্ভাব্য ভোটারের সঙ্গে কথা বলে এই জরিপের ফল তৈরি করা হয়। যাতে মার্জিন অব এরর ধরা হয়েছে ৪.৪ শতাংশ।
বাংলাদেশ সময় ১১১০ ঘণ্টা, সেপ্টেম্বর ০৯, ২০১৬