যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্সিয়াল নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ও ডেমোক্র্যাট প্রার্থী হিলারি ক্লিন্টনের শিংয়ে শিংয়ে লড়াই আর কিছুক্ষণেই। এটি তৃতীয় ও শেষ বিতর্ক।
প্রাক জরিপগুলো ট্রাম্পকে পিছিয়ে রেখেছে। তবে এটাই তার শেষ সুযোগ ঘুরে দাঁড়ানোর ও নির্বাচনকে নিজের পক্ষে নিয়ে আসার।
সম্প্রতি নারীদের নিয়ে বাজে মন্তব্য করে ট্রাম্প বিপাকেই রয়েছেন। তবে সে অভিযোগ তিনি অস্বীকার করে আসছেন। তবে তার চেয়ে বড় ইস্যু হয়ে দাঁড়িয়েছে, ট্রাম্প বলে বেড়াচ্ছেন, এবারের নির্বাচনে কারচুপি হতে যাচ্ছে।
তবে নেভাডা বিশ্ববিদ্যালয়ের মঞ্চে এই বিতর্ককে ট্রাম্পের শেষ সুযোগ হিসেবে দেখা হচ্ছে। বিশেষ করে ৮ নভেম্বরের ভোটের জন্য যারা এখনো সিদ্ধান্ত নেননি তাদের মন জয় করার।
ধারনা করা হচ্ছে কোটি কোটি মানুষ আজ এই শেষ দিনের বিতর্ক দেখবে ও সিদ্ধান্ত নেবে।
প্রতিযোগিতায় ফিরতে এটাই ট্রাম্পের শেষ সুযোগ, সেকথা বলছেন রিপাবলিকানরাও। তারা মনে করছেন, এবার ট্রাম্প কাজের কথা কিছু বলবেন, তার পরিকল্পনাগুলো জানাবেন।
যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় রাত ৯টায়, বাংলাদেশের সময় সকাল ৭টায় শুরু হবে এই বিতর্ক।
ধারনা করা হচ্ছে দুই প্রার্থীই একে অপরের চরিত্রকে প্রশ্নবিদ্ধ করতে প্রস্তুত। গত কয়েকদিনের ক্যাম্পেইনের ধারাবাহিকতা থেকেই এই ধারনা।
বাংলাদেশ সময় ০৬৫১ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১৬