ঢাকা: যুক্তরাষ্ট্রে লাস ভেগাসের নেভাডা বিশ্ববিদ্যালয়ের মঞ্চে চলছে দেশটির প্রেসিডেন্ট নির্বাচনের দুই প্রার্থী হিলারি ক্লিনটন ও ডোনাল্ড ট্রাম্প মধ্যে তৃতীয় ও শেষ বিতর্ক।
বৃহস্পতিবার (২০ অক্টোবর) বাংলাদেশ সময় সকালে বিতর্কের এক পর্যায়ে রাশিয়া প্রসঙ্গ আসলে ডেমোক্র্যাটিক প্রার্থী হিলারি ক্লিনটন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে ‘পুতুল’ বলায় রেগে আগুন হয়েছেন তিনি।
হিলারি বলেন, প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হলে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ‘পুতুল’ হয়ে থাকবেন ট্রাম্প।
এর জাবাবে রেগে-ক্ষেপে যান ট্রাম্প। তিনি উচ্চকণ্ঠে বলেন, ‘না, না, আপনি পুতুল। ’
ট্রাম্প আরও বলেন, ‘ট্রাম্প নয়, হিলারি নিজেই একজন পুতুল। পুতিনের সঙ্গে আমার কখনও দেখা হয়নি। হিলারি পুতিনকে পছন্দ করেন না, কারণ পুতিন সব সময় হিলারির সঙ্গে ‘প্রতারণা’ করেছেন। ’
বাংলাদেশ সময়: ০৮৩০ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১৬
আরএইচএস/টিআই