ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ইউএসএ প্রেসিডেন্ট নির্বাচন

শতভাগ আশাবাদী আমরাই জিতে যাচ্ছি, বললেন জাকির খান

মাহমুদ মেনন, হেড অব নিউজ | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭২২ ঘণ্টা, নভেম্বর ৮, ২০১৬
শতভাগ আশাবাদী আমরাই জিতে যাচ্ছি, বললেন জাকির খান ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নিউইয়র্ক থেকে: নিউইয়র্কের আবাসন ব্যবসায়ী জাকির খান মোটেই অপর আবাসন ব্যবসায়ী ডনাল্ড ট্রাম্পের দলের নন। তিনি একজন রেজিস্টার্ড ডেমোক্র্যাট।

ব্রঙ্কসে তারও রয়েছে জমজমাট আবাসন ব্যবসা। স্থানীয় সময় সোমবার সন্ধ্যায় বাংলানিউজের কথা হলো জাকির খানের সঙ্গে। ব্রঙ্কসে নিজ অফিস কক্ষ থেকে তিনি জানালেন, মঙ্গলবারের নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী হিলারি ক্লিনটনই জয়ী হচ্ছেন। আর তা তিনি এখন অনেকাংশেই নিশ্চিত।  

ভোট শুরুর আর মোটে ১২ ঘণ্টা বাকি। এমনই একটি সময়ে জাকির খান বললেন, আমরা জিতে যাচ্ছি... মিডিয়া গুলোই দেখুন না, সিএনএন এখন যা বলছে ফক্স নিউজও তাই বলছে। তারা দেখাচ্ছে ২৬৮টি ইলেক্টরাল কলেজ এরই মধ্যে নিশ্চিত হয়ে গেছে হিলারির পক্ষে। পাঁচটি সুইং স্টেট রয়েছে যা এই হিসাবের বাইরে। যার মধ্যে অন্তত একটিও যদি হিলারি ক্লিনটনের ঝোলায় আসে তিনিই যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্ট। কেবল তাই নয়, তিনি হবেন যুক্তরাষ্ট্রে প্রথম নারী প্রেসিডেন্ট।

জাকির খান বাংলানিউজকে জানান, তার হিসাবে ফ্লোরিডা, পেনসিলভানিয়া, নাভাডা, মিশিগান ও নিউহ্যাম্পশায়ার এই পাঁচটি সুইং রাষ্ট্রের মধ্যে ফ্লোরিডা ও পেনসিলভানিয়াতে হিলারি ক্লিনটন জয়ী হবেন। তিনি বলেন, কেবল তারই নয়, মিডিয়াগুলোতে যেসব বিশ্লষণ আসছে তাতেও একই ধরনের চিত্র দেখানো হচ্ছে। আর যদি তাই তাহলে হিলারি ক্লিনটনের ল্যান্ডস্লাইড ভিক্টরিই দেখতে পাচ্ছি।  

এ বিষয়ে আগেই একটি ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন জাকির খান। রোববারে দেওয়া ওই স্ট্যাটাসটি তিনি লিখেছেন এভাবে- ট্রাম্প পাগলা জিতার কোন লক্ষন নাই। ৩৩৪+ ইলোক্টরেল (জিততে লাগে ২৭০) ভোটেই জিতবে হিলারি। এর সঙ্গে সিএনএন'র একটি বিশ্লেষণও তুলে ধরেন যাতে বলা হয়েছে, সলিড রিপাবলিকান ইলেক্টরাল কলেজ ২০৪টি, সলিড ডেমোক্র্যাট ২৬৮টি। বাকি যে ৬৬টি ইলেক্টরাল কলেজ তার মধ্যেও বেশিরভাগই হিলারির দিকে ঝুঁকে রয়েছে।  

জাকির খান জানান, তার বসবাসস্থল নিউইয়র্কের ব্রঙ্কস ডেমোক্র্যাটদের দখলে। এখান থেকে এ বছর অ্যাসেম্বলিম্যান হিসাবে যিনি নির্বাচন করছেন তার কোনো প্রতিদ্বন্দ্বি ছিলো না। এখানটাতে প্রচুর সংখ্যক বাংলাদেশিও বাস করেন। তারাও সকলেই ডেমোক্র্যাট প্রার্থী হিলারি ক্লিনটনকেই ভোট দেবেন।  

ব্রঙ্কসে মঙ্গলবার সকাল ৬টায় ভোটগ্রহণ শুরু হবে। যা চলবে রাত ৯টা পর্যন্ত। কোনও ধরনের ঝামেলা ছাড়াই মঙ্গলবার রাত ১১টার মধ্যে ভোটের ফল ঘোষণা হয়ে যাবে বলেই মনে করেন এই বাংলাদেশি আমেরিকান। আর সে ফলে হিলারিই হবেন প্রেসিডেন্ট সে ব্যাপারে তিনি শতভাগ আশাবাদী।

আরও পড়ুন

** ব্যালট ব্যবচ্ছেদ: এক ব্যালটে কত ভোট, কতই না বিষয়
** স্বস্তির জন্য এসে অস্বস্তিতে, এলএতে আগাম ভোটে দীর্ঘ লাইন
** 'হিলারিই প্রেসিডেন্ট হচ্ছেন...দ্যাটস ইট'
** ডালাসের চামেলীতে চায়ের কাপে ভোটের ঝড়
** আর্লি ভোটের শেষ দিন টেক্সাসে, আমি ভোট দিয়েছি, তুমিও দাও
** নির্বাচনী ভীতি সৃষ্টি করছে ট্রাম্প ক্যাম্পেইন
** জয়ের পথেই হাঁটছেন হিলারি, বললেন আজিজ আহমদ
** রশিদ মালিক হবে একটি পরিবর্তনের নাম, প্রত্যাশা নিউইয়র্কে
** কংগ্রেসম্যান প্রার্থী রশিদ মালিকের জন্য তহবিল সংগ্রহ নিউইয়র্কে
** সব সম্পাদক এক মঞ্চে, হিলারির পক্ষে অনন্য বাংলাদেশি আয়োজন
**ভূত নেমেছে শহরে! বয়েছে ক্যান্ডির ঝড়
** কোমে বোমায়ও হিলারি অটল, অপ্রতিরোধ্য
** শ্বেতভবনের বাসিন্দা কে হবেন? কে যোগ্য!
** হুমাকে নিয়ে সংকটে হিলারি!
** হিলারিকে ভোট দিতে প্রস্তুত ওয়াশিংটনের বাংলাদেশি কমিউনিটি
** নির্বাচনী জরিপের চড়াই-উতরাই, কনফিউজড অনেকেই​
** নির্বাচনী সহিংসতার শঙ্কা প্রকট হচ্ছে যুক্তরাষ্ট্রে
** আর্লি ভোটে আর্লি তুষারপাত, মূল ভোটে কি হবে!
** মুসলিম ডেমোক্র্যাটরা সক্রিয়, রয়েছেন বাংলাদেশিরাও
** বোস্টনে ভোট ক্যাম্পেইনের এক উপভোগ্য সন্ধ্যা
** বোস্টনে মিললো ভোটের বিলবোর্ড
** হিলারির জন্য প্রচারে আমেরিকান মুসলিমদের র‌্যালি রোববার
** জ্যাকসন হাইটসের আড্ডায় ট্রাম্প আতঙ্ক​
** বহু জাতির দেশে বহুমুখী ভোট, বহু তার সমীকরণ
** আবহাওয়া ঠাণ্ডা, ভোটের হাওয়া কী গরম!​
** অদ্ভুত এক নির্বাচনের দেশে!
** 
প্রেসিডেন্ট নির্বাচন কাভার করতে বাংলানিউজ’র মেনন যুক্তরাষ্ট্রে

বাংলাদেশ সময়: ০৭১৫ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০১৬
এমএমকে/এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।