চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গা পৌরসভা নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোট গ্রহণ করা হবে। এ সম্পর্কে ধারণা দিতে চুয়াডাঙ্গার সব কেন্দ্রে প্রশিক্ষণ (মক) ভোট গ্রহণ শুরু হয়েছে।
শনিবার (২৬ ডিসেম্বর) সকাল ১০টা থেকে পৌর এলাকার ৩৩টি কেন্দ্রে এ কার্যক্রম শুরু হয়েছে।
জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার তারেক আহমেদ জানান, এবারই প্রথমবারের মতো চুয়াডাঙ্গা পৌর এলাকায় ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ হবে। ইভিএম সম্পের্কে ধারণা দিতে মক ভোটিংয়ের আয়োজন করা হয়। মক ভোটে সাধারণ ভোটারদের সাড়া লক্ষ্য করা গেছে।
আগামী ২৮ ডিসেম্বর সকাল থেকে অনুষ্ঠিত হবে চুয়াডাঙ্গা পৌরসভা নির্বাচন।
বাংলাদেশ সময়: ১৩৪৪ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০২০
আরএ