ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আরব-আমিরাত

আমিরাতে দুই বাংলাদেশি নিহত

মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, আমিরাত করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩২৮ ঘণ্টা, মার্চ ৫, ২০১৬
আমিরাতে দুই বাংলাদেশি নিহত

দুবাই: সংযুক্ত আরব আমিরাতের দেরা দুবাই আল কুয়াইতি মসজিদের সামনের নতুন নির্মিত ভবনের নিচে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে দুই বাংলাদেশি নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন।  

শনিবার ( ০৫ মার্চ) বিকাল সাড়ে ৪টার সময় এ দুর্ঘটনা ঘটে।



নিহতরা হলেন, চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া উপজেলার মুহাম্মদ লোকমান, পটিয়া উপজেলার মুহাম্মদ মান্নান। দুজনই আল নাদ কোম্পানির শ্রমিক।  

আল নাদ কোম্পানির শ্রমিক মুহাম্মদ আব্বাস বাংলানিউজকে বলেন, আমরা মোট ৮ জন ছিলাম, নির্মাণাধীন ভবনের নিচে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে প্রথমে একজন শ্রমিক নামে। কিন্তু সে আর উপরে ওঠে না দেখে এর পর আরও একজন শ্রমিক নিচে নামে তবে সেও উঠতে পারেনি। তাৎক্ষণিক আমরা বিষয়টি পুলিশকে অবগত করি।  

এ ব্যাপারে দুবাই কনস্যুলেটের প্রথম সচিব (শ্রম) একেএম মিজানুর রহমান বাংলানিউজকে বলেন, এই বিষয়ে আমরা খোঁজ-খবর নিচ্ছি।  

বাংলাদেশ সময়: ২৩২৮ ঘণ্টা, মার্চ ০৫, ২০১৬
এমজেএফ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আরব-আমিরাত এর সর্বশেষ