ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আরব-আমিরাত

ঢাকা বোর্ডের অধীনে আমিরাতের ২ কেন্দ্রে এইচএসসি পরীক্ষা

মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, আমিরাত করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৪৩ ঘণ্টা, এপ্রিল ৪, ২০১৬
ঢাকা বোর্ডের অধীনে আমিরাতের ২ কেন্দ্রে এইচএসসি পরীক্ষা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আবুধাবি: দেশের সঙ্গে মিল রেখে ঢাকা বোর্ডের অধীনে সংযুক্ত আরব আমিরাতের ২ কেন্দ্রে রোববার (০৩ মার্চ) এইচএসসি পরীক্ষা শুরু হয়েছে।

 

বাংলাদেশ দূতাবাসের তত্ত্বাবধানে আবুধাবীস্থ শেখ খলিফা বিন যায়েদ বাংলাদেশ ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজে মোট ২৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেন।

এদের মধ্যে ১৬ ছাত্র এবং ৮ জন ছাত্রী রয়েছে। বিজ্ঞান বিভাগে ১৩ জন, বাণিজ্যে ১০ এবং মানবিকে ১ জন পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছেন। মোট পরীক্ষার্থীর ১০ জন বাংলা মিড়িয়ামে এবং বাকী ১৪ জন ইংরেজি মিড়িয়ামে পরীক্ষা দিচ্ছেন।

অধ্যক্ষ মীর আনিসুল হাসানসহ, শিক্ষক অবিভাবক ও পরীক্ষার্থীরা ভাল ফলাফলের বিষয়ে আশাবাদী।

অপরদিকে দুবাই বাংলাদেশ কনস্যুলেটের তত্ত্বাবধানে রাস আল খাইমাস্থ বাংলাদেশ ইন্টারন্যাশনাল প্রাইভেট স্কুল অ্যান্ড কলেজে ১৭ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেন। এদের মধ্যে ৮ ছাত্র ও ৯ জন ছাত্রী। বিজ্ঞানে ৯ এবং বাণিজ্য বিভাগে ৮ জন পরীক্ষার্থীর সবাই ইংরেজি মিড়িয়ামের।

বাংলাদেশ সময়: ০২২৭ ঘণ্টা, এপ্রিল ০৩, ২০১৬
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আরব-আমিরাত এর সর্বশেষ