ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আরব-আমিরাত

আরব আমিরাতে পবিত্র শবে বরাত শনিবার

মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, আমিরাত করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০০ ঘণ্টা, মে ২১, ২০১৬
আরব আমিরাতে পবিত্র শবে বরাত শনিবার ইবাদত-বন্দেগি চলবে আবুধাবীর শেখ জায়েদ গ্র্যান্ড মসজিদেও

দুবাই: সংযুক্ত আরব আমিরাতে পবিত্র শবে বরাত (লাইলাতুল বরাত) শনিবার (২১ মে)। এদিন সূর্যাস্তের সঙ্গে সঙ্গেই ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে আমিরাতের মুসলিম উম্মাহ পালন করবে শবে বরাত।

এ পবিত্র রজনী পালন চলবে রোববার (২২ মে) সূর্যোদয়ের আগ পর্যন্ত।

জানা যায়, বিশেষ এ পবিত্র রাতে বিশ্বের অন্যান্য দেশের মতো আমিরাতেও ধর্মপ্রাণ মুসলমানরা পূণ্যলাভের আশায় মিলাদ-মাহফিল, নফল নামাজ আদায়, জিকির, কোরআন তেলাওয়াতসহ ইবাদত-বন্দেগিতে মশগুল থাকবেন।

মুসলমানদের জন্য লাইলাতুল বরাত এক মহিমান্বিত রজনী। হিজরি শাবান মাসের তারিখ দিনগত রাত সৌভাগ্যের রজনী হিসেবে পালন করা হয়।

প্রতি বছরের মতো এবারও আরব আমিরাতে বাংলাদেশ, পাকিস্তান, ভারতসহ বিভিন্ন দেশের মুসলিম কমিউনিটির সংগঠনগুলো শনিবার সন্ধ্যার পর থেকে মসজিদ ও রেস্টুরেন্টের হলরুমে বিভিন্ন ধর্মীয় কর্মসূচির ‍আয়োজন করেছে।

কেউ কেউ আল্লাহর নৈকট্য লাভের জন্য এ দিন নফল রোজাও পালন করছেন।

বাংলাদেশ সময়: ১৫৫১ ঘণ্টা, মে ২১, ২০১৬
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আরব-আমিরাত এর সর্বশেষ