ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আরব-আমিরাত

দুবাইয়ে বাংলাদেশ কনস্যুলেটে মতবিনিময় সভা

মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, আমিরাত করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১১৪ ঘণ্টা, আগস্ট ১২, ২০১৬
দুবাইয়ে বাংলাদেশ কনস্যুলেটে মতবিনিময় সভা ছবি:বাংলানিউজটোয়েন্টিফোর.কম

দুবাই: সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের আয়োজনে দূতাবাসের সেবার মান বৃদ্ধি ও বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলী নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১১ আগস্ট)  কনস্যুলেটের কনফারেন্স রুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মুহাম্মদ ইমরান।

দুবাই ও উত্তর আমিরাত কনস্যুলেটে নিযুক্ত কনসাল জেনারেল এস বদিরুজ্জামানের পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন কনস্যুলেটের কর্মাশিয়াল কাউন্সিলর ড. এ কে এম রফিক আহমেদ, ভাইস কনস্যুলার মেহেদুল ইসলাম, কাউন্সিলর ড. শাহ তানভীর মনসুর ও লেবার কাউন্সিলর জাকির হোসেন।

সভায় সাংবাদিক, কমিউনিটি নেতাসহ কনস্যুলেটের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় কমিউনিটি নেতাদের মধ্যে মতামত প্রকাশ করেন জাহাঙ্গীর আজি, মুহাম্মদ আব্দুর রশিদ, অধ্যাপক আব্দুর ছবুর, ইঞ্জিনিয়ার তোবারক হোসেন লাভু, ইঞ্জিনিয়ার মশিউর রহমান, এস এ মুনির, মীর আহম্মদ, এনাম পাশা, জহিরুল ইসলাম, মনোয়ার হোসেন, হাজী শফিকুর রহমান, আবুল কাশেম, সৌরভ হোসেন টুটুল, মুহাম্মদ আলম, মুহাম্মদ এনাম, আনসারুল হক, খোরশেদ মোবারক, দেলোয়ার হোসেন, এস এম নিজাম, এস এম ইউচুফ, আইয়ুব আলী বাবুল, মুহাম্মদ সেলিম, মুহাম্মদ আল মামুন সরকার, নওশের আলী, ইঞ্জিনিয়ার আব্দুস সালাম ও ইঞ্জিনিয়ার জাফর।

সভায় রাষ্ট্রদূত জঙ্গিবাদ প্রতিরোধে প্রবাসে বা দেশে ছেলে-মেয়েরা কাদের সঙ্গে মেলামেশা করছে তা পর্যবেক্ষণ করতে অভিভাবকদের প্রতি আহ্বান জানান।

বাংলাদেশ সময়:  ০১১১ ঘণ্টা,  আগস্ট ১২, ২০১৬
এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আরব-আমিরাত এর সর্বশেষ