ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আরব-আমিরাত

আমিরাতে কবি নজরুলের মৃত্যুবার্ষিকী পালন

আমিরাত করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪৩ ঘণ্টা, সেপ্টেম্বর ৩, ২০১৬
আমিরাতে কবি নজরুলের মৃত্যুবার্ষিকী পালন ছবি-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আবুধাবি: সংযুক্ত আরব আমিরাতে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ‘নজরুল জাতীয় প্রেরণা’ শীর্ষক আলোচনা সভা ও কবিতা পাঠ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (০২ সেপ্টেম্বর) আবুধাবির তৌহিদ রেস্টুরেন্টের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আমিরাত জাতীয় কবি মঞ্চ, কবি নজরুল ইসলাম সাহিত্য পরিষদ ও যুগান্তর স্বজন সমাবেশ এর আয়োজন করে

সভায় বাংলাদেশ থেকে টেলিকনফারেন্সের মাধ্যমে অংশ নেন কবি নির্মলেন্দু গুণ ও জাতীয় কবিতা মঞ্চের কেন্দ্রীয় সভাপতি কবি মাহমুদুল হাসান নিজামী।

আমিরাত জাতীয় কবিতা মঞ্চের সভাপতি কবি মুসার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন আবুধাবি বাংলাদেশ ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মীর আনিসুল হাসান।

আমিরাত জাতীয় কবিতা মঞ্চের সহ সভাপতি কবি ওবায়েদুল হকের পরিচালনায় সভায় প্রধান আলোচক ছিলেন আবুধাবি বাংলাদেশ স্কুল অ্যান্ড কলেজের অধ্যাপক আবু তাহের।

বিশেষ অতিথি ছিলেন দেশি বয়েজ মিডিয়ার প্রধান উপদেষ্টা এম এ কুদ্দুছ দেওয়ান, সাহিত্যিক ডা. শামসুর রহমান, প্রকৌশলী নিমাই সরকার

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে ছিলেন, আমিরাত প্রবাসী সাংবাদিক সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি কবি আবছার তৈয়বী, সাধারণ সম্পাদক ও মাই টিভির আমিরাত প্রতিনিধি সিরাজুল ইসলাম, আমিরাত বাংলাদেশ সমিতির দপ্তর সম্পাদক সাখাওয়াত হোসেন বকুল, জিটিভির আমিরাত প্রতিনিধি এমএ মান্নান, আমিরাত প্রবাসী সাংবাদিক সমিতির সিনিয়র যুগ্ম সম্পাদক ও বাংলানিউজের আমিরাত করেসপন্ডেন্ট মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, আমিরাত প্রবাসী সাংবাদিক সমিতির সাংগঠনিক সম্পাদক ও বাংলাভিশনের ক্যামেরাপারসন সঞ্জিত কুমার শীল, ৭১ টিভির আমিরাত প্রতিনিধি মনজুর হোসেন,  দৈনিক সুপ্রভাত ফেনীর মধ্যপ্রাচ্য প্রতিনিধি কবি মোহাম্মদ এনামুল হক, কবি মনসুর আলী, সংগঠক বেলায়ত হোসেন হিরো, এম এস আবু তালেব আলী, এম সারওয়ার হোসেন, রফিকুল ইসলাম, বোরহান উদ্দিন, সাইফুল ইসলাম, আতাউল করিম সোহেল প্রমুখ।

সভায় বক্তারা কবি নজরুলের ওপর কবিতা পাঠ ও আলোচনা করেন। শেষে কবির রূহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।

বাংলাদেশ সময়: ০৮৩৬ ঘণ্টা, সেপ্টেম্বর ০৩, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আরব-আমিরাত এর সর্বশেষ