ঢাকা, বুধবার, ২৮ মাঘ ১৪৩১, ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১২ শাবান ১৪৪৬

শিল্প-সাহিত্য

‘পূর্বা’ নিয়ে লক্ষ্মীপুর জেলা সাহিত্য সংসদের আলোচনা সভা

শিল্প-সাহিত্য ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০২৫
‘পূর্বা’ নিয়ে লক্ষ্মীপুর জেলা সাহিত্য সংসদের আলোচনা সভা

সমাজ, সংস্কৃতি ও অর্থনীতির নানা দিকে নতুন চিন্তার আলো ফেলে মানুষের জীবনযাত্রা ও চিন্তার উন্নয়নে অবদান রাখতে চায় আর্থসামাজিক পত্রিকা 'পূর্বা'। বিশ্ববিদ্যালয়ের স্বনামধন্য শিক্ষক, বিখ্যাত অর্থনীতিবিদ, উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা, সিনিয়ার সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধির চিন্তাশীল লেখাগুলো ‘পূর্বা’র গ্রহণযোগ্যতা বৃদ্ধির পাশাপাশি পাঠককে করছে সমৃদ্ধ।

‘পূর্বা’র সংখ্যাগুলো পৌঁছে যায় বিশ্ববিদ্যালয়, গ্রন্থাগার, প্রেসক্লাব এবং দেশের প্রতিটি জেলাভিত্তিক বিভিন্ন সাংস্কৃতিক এবং বুদ্ধিজীবী মহলে। এরপর গুণী এবং সচেতন সমাজ পূর্বা নিয়ে বিভিন্ন পাঠচক্র এবং আলোচনা সভার আয়োজন করে।

সম্প্রতি লক্ষ্মীপুর জেলা সাহিত্য সংসদ আয়োজন করেছে তাদের ২৬তম সাহিত্য সম্মেলন। যেখানে ‘পূর্বা’ নিয়ে আলোচনা করেছেন স্থানীয় এবং জাতীয় পর্যয়ের কবি, শিল্পী, সাহিত্যিকরা। অনুষ্ঠানের উদ্বোধন করেন লক্ষ্মীপুরের জেলা প্রশাসক রাজীব কুমার সরকার, প্রধান অথিতি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক কবি ও কথা সাহিত্যিক ড. মহীবুল আজিজ।

স্বাগত বক্তব্যে জেলা প্রশাসক রাজীব কুমার সরকার 'পূর্বা' সম্পর্কে বলেন, পূর্বা ম্যাগাজিন একটি অসাধারণ মানের পত্রিকা যা শুধু পাঠকদের জ্ঞান বৃদ্ধি করে না, বরং তাদের মানসিক উৎকর্ষ সাধনেও অনন্য ভূমিকা পালন করে। বর্তমান সময়ে মানুষের জ্ঞানার্জনের প্রবণতা যখন ক্রমেই কমে আসছে, তখন এমন মানসম্পন্ন পত্রিকার প্রয়োজনীয়তা অনেক বেশি। দুঃখজনকভাবে, এ ধরনের উন্নত মানের পত্রিকা এখন সংখ্যায় অনেক কমে গেছে। পূর্বার মতো পত্রিকার অভাবেই জ্ঞানের বিস্তৃত দিগন্ত ধীরে ধীরে সংকুচিত হয়ে আসছে। পূর্বার প্রতিটি লেখা যেমন গভীর চিন্তা-চেতনার প্রতিফলন, তেমনি এর বিষয়বৈচিত্র্য পাঠককে মুগ্ধ করতে বাধ্য। এর প্রতিটি পৃষ্ঠা বাঙালি পাঠকের মননে নতুন আলোর দিশা দেখায়। সাহিত্য, সংস্কৃতি, ইতিহাস এবং সমসাময়িক বিষয়গুলো এমন সহজবোধ্য এবং মনোগ্রাহী ভাষায় উপস্থাপন করে যে এটি পাঠকের হৃদয়ের গভীরে জায়গা করে নেয়। ‘পূর্বা’ কেবল একটি ম্যাগাজিন নয়, এটি বাঙালি পাঠকের জ্ঞানার্জনের নির্ভরযোগ্য সঙ্গী এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য আলোকবর্তিকা হয়ে উঠতে সক্ষম।

লক্ষ্মীপুর জেলা সাহিত্য সংসদ এর সাধারণ সম্পাদক কবি ও প্রাবন্ধিক গাজী গিয়াস উদ্দিন বলেন, স্বনির্ভর বাংলাদেশ গড়ার জন্য সচেতন নাগরিক অপরিহার্য পূর্বশর্ত। আর সচেতন নাগরিক তৈরির লক্ষে পূর্বা মানুষকে স্থানীয়, জাতীয় এবং আন্তর্জাতিক ঘটনাবলী সম্পর্কে অবহিত রাখতে যে তথ্য সরবরাহ করে তা শিক্ষা ও জ্ঞান, সামাজিক সমস্যা, সাংস্কৃতিক মূল্যবোধ, বাণিজ্যিক ও অর্থনৈতিক প্রভাব, মানবিক ও নৈতিক মূল্যবোধ বৃদ্ধিতে সহায়তা করে।

এছাড়াও লক্ষ্মীপুর জেলা সাহিত্য সংসদ এর সিনিয়র সহ সভাপতি বিশিষ্ট সংগীত শিল্পী মাহবুবুল বাসার, সাধারণ সম্পাদক কবি ও প্রাবন্ধিক গাজী গিয়াস উদ্দিন, রাধাপুর হাই স্কুল সহ প্রধান শিক্ষক কবি ফখরুল ইসলাম, কবি হোসেন আহমদ জান, কবি জামাল হোসেন রাজু, তবলা শিল্পী এস মজুমদার, রূপম ও আবৃত্তি শিল্পী রাবিয়া রায়হানা প্রমুখ আলোচনায় 'পূর্বা' নিয়ে নিজেদের মতামত তুলে ধরেন।

বাংলাদেশ সময়: ২০৪১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০২৫
নিউজ ডেস্ক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।