ভারতের আসাম রাজ্যের শিলচরের ঐতিহাসিক ভাষা শহীদ স্টেশনে আগামী ২০ মে মঞ্চস্থ হবে শাকুর মজিদ রচিত, নীলাঞ্জনা জুঁই পরিচালিত গীতি-নৃত্য-নাট্য ‘মহাজনের নাও’। নাটকটি প্রযোজনা করছে নৃত্যশৈলী সিলেট।
এ উপলক্ষে সিলেট থেকে ২৮ সদস্যের একটি নাট্য ও সাংস্কৃতিক দল ১৯ মে শিলচরের উদ্দেশ্যে রওয়ানা দিয়েছে। নৃত্যশৈলীর পরিবেশনা ছাড়াও সঙ্গীত ও আবৃত্তিতে অংশ নেবে এ দল।
নাট্যকার শাকুর মজিদ জানান, স্বাধীন ভারতে বাংলা ভাষার জন্য প্রথম রক্ত দেওয়ার ঘটনা ঘটে ১৯৬১ সালে। ১৯৬০ সালে বহু ভাষাভাষী জনগোষ্ঠীর আসামে অহমিয়া ভাষাকে রাজ্যের একমাত্র দাপ্তরিক ভাষা হিসেবে উল্লেখ করে একটি সরকারি ফরমান জারি করে তৎকালীন রাজ্য সরকার।
এ সিদ্ধান্তের বিরুদ্ধে আসামজুড়ে বিশেষত বরাক উপত্যকায় মাতৃভাষার দাবিতে গড়ে ওঠে গণ আন্দোলন।
পরের বছর, ১৯৬১ সালের ১৯ মে শিলচর রেলস্টেশনে অহিংস সত্যাগ্রহীদের ওপর পুলিশের নির্বিচার গুলিতে ১১ জন বাংলাভাষী মারা যান। এর পর থেকে আসামে এ দিনটিকে ভাষা শহীদ দিবস হিসেবে পালন করা হয়। যে রেলস্টেশনে এ হত্যাকাণ্ড ঘটে তার নাম পরিবর্তিত হয়ে ভাষা শহীদ স্টেশন করা হয়। গঠিত হয় ভাষা শহীদ স্টেশন শহীদ স্মরণ সমিতি, শিলচর।
তিনি বলেন, “এ সমিতির আমন্ত্রণে ১৯ ও ২০ মে দুইদিন ব্যাপী উৎসবের আয়োজন করা হয়েছে। দ্বিতীয় দিনে রাত ৮টায় ওই ভাষা শহীদ স্টেশনেই মঞ্চস্থ হবে বাউল শাহ আবদুল করিমের জীবন ও দর্শন নিয়ে লেখা গীতি-নৃত্য-নাট্য মহাজনের নাও। ”
উল্লেখ্য, ইতঃপূর্বে সুদীপ চক্তবর্তির পরিচালনায় সুবচন নাট্য সংসদ বাংলাদেশ, ভারত, দক্ষিণ কোরিয়া ও ইংল্যান্ড মিলে নাটকটির ৮৩ টি প্রদর্শনী করে।
বাংলাদেশ সময়: ১৩২৭ ঘণ্টা, মে ১৯, ২০১৫