ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিল্প-সাহিত্য

বইবাজারে কামরুল হাসান নাসিমের নেতৃত্ব

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৭ ঘণ্টা, মে ২৭, ২০১৫
বইবাজারে কামরুল হাসান নাসিমের নেতৃত্ব

ঢাকা: তাম্রলিপি প্রকাশনার ব্যতিক্রমী এক প্রয়াস নেতৃত্ব। বইটির লেখক নানা অঙ্গনে সবিশেষ দক্ষতার স্বাক্ষর রাখা পরিচিত মুখ কামরুল হাসান নাসিম।



বইটির ভূমিকায় বলা হয়েছে, মানুষের আশা-আকাঙ্খা পূরণের বাস্তবতায় এবং স্বপ্নের তাত্ত্বিক কাঠামোগত প্রায়োগিক নির্দেশনা সম্পন্ন করতে আদেশক্রমে অনুরোধের সক্রিয় ধারাবাহিক সফল চরিত্রই হলো নেতৃত্ব।

লেখক পরিচিতিতে বলা হয়েছে, কামরুল হাসান নাসিম একাধারে দার্শনিক, রাজনীতিক, আবৃত্তিকার, কলামিস্ট, কবি, নির্মাতা এবং নিজ দেশের অর্থনৈতিক সমৃদ্ধির প্রশ্নে বিপ্লবী সত্ত্বা। সব ধরনের ধারা ভাঙ্গার এক অদম্য চরিত্র এই কামরুল হাসান নাসিম। সমকালীন রাজনীতির শ্রেষ্ঠ বক্তা হিসেবেও অনেকের রায় এই রাজনীতিকের ওপরেই।

লেখক নিজেই বলছেন, আমার অঙ্গন এক মোট সতেরোটি।

বইটিতে লেখক নেতৃত্ব অর্জন ও তার ধরে রাখার কৌশল হিসেবে ১০১টি ‍উপদেশ দিয়েছেন। একটি পাতায় স্থান পেয়েছে একটি উপদেশ, সঙ্গে প্রয়োজনীয় বিশ্লেষণ।

যেমন প্রথম উপদেশটিতে বলা হয়েছে, তুমি দেশপ্রেমিক না হয়ে শুধু স্বৈরাচার হয়ে পড়লে আজ না হয় কাল গণঅভ্যুর্থান বা বিপ্লবের মতো কিছুতে পর্যুদস্ত হবে।

আগামী ২৯ মে শুক্রবার রাজধানীর ওয়েস্টিন হোটেলের নবাব হলে বেলা ১১টা ১৭ মিনিটে বইটির প্রকাশনা উৎসব হবে।

বইটি উৎসর্গ করা হয়েছে বাংলাদেশসহ সারা বিশ্বের তরুণ প্রজন্মকে। বইটির প্রচ্ছদ এঁকেছেন ধ্রুব এষ। ১১০ পৃষ্ঠার বইটির মূল্য রাখা হয়েছে ২০০ টাকা।

বাংলাদেশ সময়: ১২৪৭ ঘণ্টা, মে ২৭, ২০১৫
জেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।