বাংলাদেশ শিশু একাডেমির মেইন গেট দিয়ে ঢুকে ডানদিকে ছোটখাটো চত্বর। দু’পাশে সারি সারি বইয়ের স্টল।
শিশু একাডেমির আয়োজনে এই নিয়ে শিশুদের বইমেলা ছয়বার। প্রতিবছর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিবস ও জাতীয় শিশু দিবস (১৭ মার্চ) উপলক্ষে ১৮ মার্চ থেকে শুরু হয়ে মেলা চলে ২৬ মার্চ পর্যন্ত।
এ বছর শিশু একাডেমিসহ বইয়ের স্টল বসেছে ৫২টি। রঙ-বেরঙের মজার সব বই নিয়ে তারা হাজির। ছড়ায় ছড়ায় বর্ণমালা, ভূতের নাম রমাকান্ত কামার, দেখ আর আঁক, ব্রাজিলের কল্পকাহিনী, তিন পেয়ারা তিন বোন, হেডস্যার ও কাঁচা তেতুল, ব্যাঙবাবু ও লিপিমণি, সৌরভের হারানো ঘুড়ি... কী নেই সেখানে!
প্রতিদিন মেলা শুরু হয় বিকেল ৩টা থেকে। ছোট্টবন্ধুদের নাচ, গান, ছড়া, কবিতা প্রভৃতি দিয়ে সাজানো সাংস্কৃতিক অনুষ্ঠান সাড়ে ৪টায় শুরু হয়ে শেষ হয় রাত ৮টায়। তবে ছুটির দিনে মেলা শুরু হয় সকাল ১১টায়।
কর্মদিবসে ভিড়ভাট্টা একটু কম হলেও ছুটির দিনে নবীন প্রাণের ঢল নামে। দেখতে দেখতে মেলাও শেষ হয়ে এলো। শনিবার (২৬ মার্চ) স্বাধীনতা দিবসের দিন মেলার পর্দা নামবে। সোনামণিরা, যারা এখনও যাওনি, এক্ষুণি মায়ের আঁচল টেনে মেলায় নিয়ে চলো। যারা গিয়েছো তারা তো গুড বয়-গুড গার্ল। সকাল সকাল পড়া শেষ করে আবারও ঘুরে এসো। একসঙ্গে এতো এতো মজার বই সামনে বছরের আগে আর কিন্তু পাবে না!
বাংলাদেশ সময়: ১৫৫৬ ঘণ্টা, মার্চ ২৫, ২০১৬
এসএস/