ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিল্প-সাহিত্য

ময়মনসিংহে বিভাগীয় বইমেলা শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৯ ঘণ্টা, মার্চ ৪, ২০২০
ময়মনসিংহে বিভাগীয় বইমেলা শুরু বইমেলার উদ্বোধন করেন সংস্কৃতি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে এম খালিদ। ছবি: বাংলানিউজ

ময়মনসিংহ: ‘মুজিববর্ষের অঙ্গীকার, গ্রামে গ্রামে পাঠাগার’ প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহে সাত দিনব্যাপী বিভাগীয় বইমেলা শুরু হয়েছে। 

বুধবার (৪ মার্চ) দুপুরে ময়মনসিংহ জিমনেসিয়াম প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে বইমেলার উদ্বোধন করেন সংস্কৃতি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে এম খালিদ।

এর আগে, বইমেলা উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী খালিদ বলেন, তরুণ প্রজন্মের ছেলে-মেয়েদের মানবিক মূল্যবোধসম্পন্ন মানুষ তৈরিতে বইয়ের গুরুত্ব অপরিসীম।

তাই ভালো বই পড়ার প্রতি শিক্ষার্থীদের অনুপ্রাণিত করতে হবে।  

ময়মনসিংহ জেলা প্রশাসক (ডিসি) মো. মিজানুর রহমানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) এ এইচ এম লোকমান, অতিরিক্ত জেলা পুলিশ সুপার (প্রশাসন) জয়িতা শিল্পী, জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক মিনার মনসুর প্রমুখ।   

জাতীয় গ্রন্থ কেন্দ্রের উদ্যোগে, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায়, জেলা প্রশাসনের আয়োজনে ও বাংলাদেশ জ্ঞান এবং সৃজনশীল প্রকাশক সমিতি ও বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির অংশগ্রহণে মেলায় দেশের খ্যাতনামা প্রকাশনীসহ মোট ৬৩টি স্টল স্থান পেয়েছে।

আয়োজকরা জানান, প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত বইমেলা সবার উন্মক্ত থাকবে।
বিভাগীয় এ বইমেলা শেষ হবে আগামী ১০ মার্চ।

বাংলাদেশ সময়: ১৭৩৯ ঘণ্টা, মার্চ ০৪, ২০২০
একে/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।