ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিল্প-সাহিত্য

আজাদুর রহমানের কবিতা

শিল্প-সাহিত্য ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৭ ঘণ্টা, জুন ৫, ২০২১
আজাদুর রহমানের কবিতা

একটা চেষ্টা
বয়স বেড়ে গেল আমরা হেরে যাই না
বরং ফলাফলের আশায় বসে থাকি,
বৃক্ষের যেমন ফল, দিনের যেমন রাত
জন্মের পর থেকে আমরা তাই
খুব চেষ্টা করি, করতেই থাকি
আমরা হেরে যাই না,
মৃত্যুর আশায় বসে থাকি।


অন্যকেউ
তুমি যেখানে দাঁড়িয়ে আছো
সেখানেও সমুদ্র আছে,
চোখ বন্ধ করো, দ্যাখো
পায়ের তলায় চলে এসেছে 
ঢেউ,
তুমি না, তোমার নাম ধরে ডাকছে
অন্যকেউ


দেখা অথবা তাকানো
এই যে চেনা লোকগুলো
আত্মীয় এরা, 
বাল্যবন্ধু এবং ক্লাসমেট
কলিগ এবং সহগামী
এরা এক সময় 
চোখ দেখে
মুখ দেখে
সব বুঝে নিতো।


এখন ওরা
কি বোঝে, কি বোঝাতে চায়
তা নিজেরাই জানে না,
এখনও ওরা
মুখের দিকে
চোখের দিকে তাকায়
কিন্তু কিছুই দেখে না
কিছুই বোঝে না।


আপেল
যতদিন আমাদের মাথার উপর আপেল পড়বে, 
ততদিন অনেক কিছুই সইতে হবে,
আমরা উড়তে পারি, কিন্তু উড়ছি না
আমরা জানি কখন উড়তে হবে।


উত্তম
তোমাদের মধ্যে তারাই উত্তম, 
যারা জানে
পৃথিবীটা আসলে ঘোরাঘুরি করার জায়গা! 
এখানে পরিচয় দেয়া মানে 
নিজেকে ফাঁদে ফেলা।
এখানে পরিচিত হওয়া মানে 
দোটানায় ঝুলে যাওয়া!!


নারী
সে তোমার হাত ধরবে
ঘরে ঢুকবে,
বিছানা গোছাবে
রাধবে
তোমার খাবে
খাওয়াবে
তোমার পরবে,
অভিমান করবে
ভাংচুর করবে
শিখবে
শেখাবে
শোবে
তোমার সন্তানকে
দুগ্ধ দেবে
কোলে নেবে
বুকে নেবে
তিলে তিলে বড় করবে।
তারপর একদিন তুমি মরে গেলে
সে অনেকদিন কাদবে
তোমার মত 
একা একা
মৃত্যুর জন্য অপেক্ষা করবে!!

 

আব্বা
মা কে আম্মা ডাকতাম
তারপর বড় হতে হতে
আম্মা মা হয়ে গেছে
আপনি হয়েছে তুমি,
আব্বাকে আব্বা ডাকতাম
বাবা ডাকার সাহস হয় নি
তিনি চিরকাল আপনি ছিলেন,
চলে যাবার পর জেনেছি,
তিনি ছিলেন নিঃসংগ এক
সুন্দর কারাগার, 
আমরা দূরে দূরে হাটতাম
তবুও
সেই কারাগারের ছায়া 
আমাদের গায়ে এসে পড়ত,
এখন আমরা রোদে পুড়ে যাই।

 

স্মৃতি
সব স্মৃতি বাড়ি পর্যন্ত পৌছায় না,
এই যেমন ধরেন, 
কেমন আছেন! 
-জ্বি আলহামদুলিল্লাহ, ভাল, 
আপনি কেমন আছেন!
..ভাল, দোয়া করবেন
.. ফি আমানিল্লাহ!
-এই রকম স্বল্পায়ু বাক্যস্মৃতি 
ফিরতে ফিরতেই মিলিয়ে যায়!
কিছু স্মৃতি বোকা বোকা
অথচ তীরের মত চঞ্চল
জাম্বুরা ফুলের গন্ধ যেমন 
কিছুটা স্নেহময়, অনেকটা বুনো
রোমঞ্চকরও হতে পারে,
এরা পিছু ছাড়ে না
মধ্যরাতের মাতালের মত 
এলোমেলো পা ফেলে 
ঠিক ঠিক বাড়ি পৌছে যায়।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।