ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

শিল্প-সাহিত্য

হাসপাতালে ভর্তি হতে চান কবি হেলাল হাফিজ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২১ ঘণ্টা, আগস্ট ৮, ২০২১
হাসপাতালে ভর্তি হতে চান কবি হেলাল হাফিজ হাসপাতালে ভর্তি হতে চান কবি হেলাল হাফিজ।

ঢাকা: শারীরিক নানা সমস্যায় ভুগছেন কবি হেলাল হাফিজ। সম্প্রতি করোনা টেস্টের ফলাফল নেগেটিভ এসেছে তার।

তবে নিজের শারীরিক সমস্যা সমাধানে হাসপাতালে ভর্তি হতে চান সত্তর দশকের জনপ্রিয় এ কবি।

রোববার (৮ আগস্ট) বিকেলে বাংলানিউজকে এ কথা বলেন কবি হেলাল হাফিজ।

বেশ কিছু দিন ধরে বার্ধক্যজনিত নানান শারীরিক সমস্যায় ভুগছিলেন কবি হেলাল হাফিজ। গেল সপ্তাহে ভর্তি হয়েছিলেন রাজধানীর ল্যাবএইড হাসপাতালে।

হেলাল হাফিজ বলেন, বয়স তো কম হয়নি। শরীরের নানা রোগ বাসা বেধেছে। কিছুদিন আগে জ্বর এসেছিলো। যার কারণে করোনা টেস্ট করেছিলাম। আল্লাহর রহমতে আমার টেস্টের রিপোর্ট নেগেটিভ এসেছে।

কিডনি, ডায়াবেটিস ও নিউরোলজিক্যাল নানা সমস্যা রয়েছে উল্লেখ করে কবি বলেন, আমার পুরা শরীরের একটা টেস্ট করানো দরকার। যার জন্য হাসপাতলে ভর্তি হতে চাই। আমার পছন্দ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল।

বাংলাদেশ সময়: ১৭২১ ঘণ্টা, আগস্ট ০৮, ২০২১
ডিএন/এনএইচ/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।