ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

অস্ট্রেলিয়া

অস্ট্রেলিয়ার এসফিল্ড লাইব্রেরিতে ‘একুশে কর্নার’

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৬
অস্ট্রেলিয়ার এসফিল্ড লাইব্রেরিতে ‘একুশে কর্নার’ ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন ও পৃথিবীর প্রথম আন্তর্জাতিক মাতৃভাষা দিবস স্মৃতিসৌধের দশম বর্ষপূর্তি উপলক্ষে অস্ট্রেলিয়ার এসফিল্ড কাউন্সিল লাইব্রেরিতে ‘একুশে কর্নার’র উদ্বোধন হয়েছে।

গত শনিবার (২০ ফেব্রুয়ারি) দুপুর ৩টায় স্থানীয় মেয়র লুসিল মেকেনা ও এমপি জো হেলেন এর উদ্বোধন করেন।

 

সিডনির এসফিল্ড কাউন্সিল ও মাদার ল্যাঙ্গুয়েজেস কনজারভেশন মুভমেন্ট ইন্টারন্যাশনাল ইনক এর যৌথ উদ্যোগে একুশে কর্নারের যাত্রা শুরু হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- বাংলাদেশ সরকারের সদ্য অবসরপ্রাপ্ত সচিব এন আই খান, আরটিভির প্রধান নির্বাহী কর্মকর্তা আশিকুর রহমান, মাদার ল্যাঙ্গুয়েজেস কনজারভেশন মুভমেন্ট ইন্টারন্যাশনাল ইনকের প্রতিষ্ঠাতা ও আহ্বায়ক নির্মল পাল, নির্বাহী পরিচালক এনাম হক, কাউন্সিলর রাজ দত্ত, ড. এহসান আহাম্মেদ, পরিচালক মিসেস বেবি হক, মিসেস ফেরদৌস আরা খান, মিসেস কাজল পাল, কবিরউদ্দিন সরকার, জাসাস অস্ট্রেলিয়ার সভাপতি আব্দুস সামাদ শিবলু, বাংলাদেশ ফোরাম অব অস্ট্রেলিয়ার সভাপতি মো. মহসিন, আইএমএলডি মুভমেন্টের তিথন পাল।

সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন সুপ্রভাত সিডনির রিপোর্টার আব্দুল আউয়াল ও টিভি অস্ট্রেলিয়ার প্রতিনিধি সুলতান আরেফিন।

মেয়র লুসিল মেকেনা তার সংক্ষিপ্ত  প্রতিক্রিয়ায় বলেন, এ মহতী উদ্যোগের সঙ্গে নিজেকে যুক্ত করতে পেরে আমি গর্ববোধ করছি। এসফিল্ড কাউন্সিল অভিবাসীদের ইংরেজী দক্ষতা বাড়ানোর পাশাপাশি মাতৃভাষা চর্চা ধরে রাখতে উৎসাহিত করবে।

এমপি জো হেলেন বলেন, মাতৃভাষাকে মূল্যায়ন করতে হবে কারণ, আপনি যদি মাতৃভাষার চর্চা না  করেন তবে আপনার সংস্কৃতিকে আপনি ধরে রাখতে পারবেন না।

দুই দিনব্যাপী অনুষ্ঠানে পৃষ্ঠাপোষকতা করেছে মিউচুয়াল হোমস। প্রতিষ্ঠানটির পরিচালক মিসেস বেবি  হক সবাইকে ধন্যবাদ জানিয়ে বিশ্বের সব মাতৃভাষার রক্ষার আন্দোলনসহ কমিউনিটির ইতিবাচক কার্যক্রমে তাদের সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশ্বস্ত করেন।

বাংলাদেশ সময়: ২১৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৬
এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

অস্ট্রেলিয়া এর সর্বশেষ