ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

এভিয়াট্যুর

লস এঞ্জেলেসে এমিরেটসের ৩৭তম লাউঞ্জ

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৫ ঘণ্টা, মার্চ ২৩, ২০১৫
লস এঞ্জেলেসে এমিরেটসের ৩৭তম লাউঞ্জ

ঢাকা: এমিরেটস এয়ারওয়েজে ভ্রমণকারীদের জন্য সম্প্রতি যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলেস আন্তর্জাতিক বিমানবন্দরে একটি লাউঞ্জ উদ্বোধন করা হয়েছে। এটি এমিরেটসের ৩৭তম লাউঞ্জ।



এমিরেটসের প্রথম ও বিজনেস শ্রেণির যাত্রী এবং এয়ারলাইন্সটির ফ্রিকোয়েন্ট ফ্লায়ার প্রোগ্রাম-স্কাইওয়ার্ডসের প্লাটিনাম ও গোল্ড সদস্যরা এ লাউঞ্জের সুবিধা উপভোগ করতে পারবেন।

যুক্তরাষ্ট্রে এমিরেটসের এটি তৃতীয় বিমানবন্দর লাউঞ্জ বলে সোমবার (২৩ মার্চ) প্রতিষ্ঠানটি থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিমানবন্দরে অপেক্ষার সময় এমিরেটস ইনফ্লাইট সেবার সঙ্গে সামঞ্জস্য রেখে প্রিমিয়াম যাত্রীদের বিলাসবহুল ও আরামদায়ক সেবা প্রদানের লক্ষ্যে লাউঞ্জটি নির্মাণ করা হয়েছে। এটি নির্মাণে ব্যয় হয়েছে ৬২ লাখ মার্কিন ডলার।
টম ব্র্যাডলি আন্তর্জাতিক টার্মিনালে ৮৪০ বর্গমিটার জায়গা জুড়ে অবস্থিত লাউঞ্জটিতে একসঙ্গে ১৫৭ জন যাত্রী বসার ব্যবস্থা রয়েছে।

বিশ্বের অন্যান্য বিমানবন্দরে অবস্থিত এমিরেটস লাউঞ্জগুলোর সঙ্গে সঙ্গতি রেখেই এ লাউঞ্জটির নকশা প্রণয়ন করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭৫৬ ঘণ্টা, মার্চ ২৩, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।