মঙ্গলবার (১০ এপ্রিল) বিকেলে সিরাজগঞ্জ সদর উপজেলার বাগবাটি ইউনিয়নের পিপুলবাড়ীয়ায় মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে এ আহ্বান জানান তিন মন্ত্রী।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেন, উন্নয়ন ও শান্তির জন্য বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার কোনো বিকল্প নেই।
বিশেষ অতিথির বক্তব্যে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক বলেন, সরকার মুক্তিযোদ্ধাদের সর্বোচ্চ মর্যাদা দিয়েছে। মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে কাজ করছি আমরা। আগামী নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিত করতে মুক্তিযুদ্ধের পক্ষের সকল শক্তিকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
এসময় ‘খালেদা জিয়াকে মিথ্যাচারে বিশ্ব চ্যাম্পিয়ন’ মন্তব্য করে নৌমন্ত্রী শাজাহান খান বলেন, বিএনপি-জামায়াত খুনির দল, তাদের হাতে দেশ ও দেশের মানুষ নিরাপদ নয়। তাদের রুখতে আওয়ামী লীগের প্রতিটি নেতাকর্মীকে সতর্ক থাকতে হবে।
অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবু ইউসুফ সূর্য্য, কাজীপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোজাম্মেল হক বকুল ও দলের সাধারণ সম্পাদক খলিলুর রহমান সিরাজী, কৃষকলীগ নেতা আব্দুল লতিফ তারিন, মুক্তিযোদ্ধা কমান্ডার শফিকুল ইসলাম সফি বক্তব্য রাখেন।
এর আগে তিন মন্ত্রী কাজিপুরের বরইতলীতে মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ, পাঁচশ’ আসন বিশিষ্ট শহীদ এম মনসুর আলী অডিটোরিয়াম ও কুড়িপাড়ায় শহীদ এম মনসুর আলী স্মৃতি জামে মসজিদের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন।
বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, এপ্রিল ১০, ২০১৮
টিএ