শনিবার (২৮ এপ্রিল) দুপুরে জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে জেলা ও দায়রা জজ আদালত চত্বরে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় শিল্পমন্ত্রী এ কথা বলেন।
মন্ত্রী বলেন, আমরা নির্বাচনে অংশ নিয়ে প্রমাণ করেছিলাম (সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ) এরশাদ ও (বিএনপি চেয়ারপারসন) খালেদা জিয়ার অধীনে নির্বাচন সুষ্ঠু হয় না।
‘কোনও ষড়যন্ত্রই, নালিশ কাজে আসবে না। আমাদের দেশের সংবিধান অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হবে। ’ জানিয়ে দেন আমির হোসেন আমু।
জেলা ও দায়রা জজ মো. ইখতিয়ারুল ইসলাম মল্লিকের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা প্রশাসক মো. হামিদুল হক, অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহাঙ্গীর আলম, অতিরিক্ত জেলা ও দায়রা জজ এস কে এম তোফায়েল হাসান, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক বদরুত মিল্লাত খোকন প্রমুখ।
এর আগে সকালে দিবসটি উপলক্ষে জেলা ও দায়রা জজ আদালত চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। পাশাপাশি স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি ও দিনব্যাপী আইনগত সহায়তা মেলা অনুষ্ঠিত হয়।
বেলা ১১টায় শিল্পমন্ত্রী ঝালকাঠির আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠানে অংশ নিয়ে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। এসময় তিনি বিদ্যালয়ে অক্ষয় কুমার সাহা স্মৃতি ভবনেরও উদ্বোধন করেন।
বাংলাদেশ সময়: ২০২৩ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০১৮
এমএস/এইচএ/