বুধবার (৯ মে) বিকেলে সিরাজগঞ্জের কাজিপুর উপজেলা পরিষদের মাঠে বাংলাদেশের প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পের আওতায় আদি পেশায় নিয়োজিত ব্যক্তিদের ‘অন দ্যা জব প্রশিক্ষণ’ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, সরকার একদিকে যেমন আকাশে রকেট পাঠাচ্ছে অন্যদিকে প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে নজর দিয়েছে।
বিএনপিকে নির্বাচনে আসার আহ্বান জানিয়ে নাসিম বলেন, আইনী প্রক্রিয়ায় খালেদা জিয়াকে মুক্ত করে তাকে সঙ্গে নিয়েই আপনারা নির্বাচনে আসুন। খেলা হবে নির্বাচনী মাঠে। সিদ্ধান্ত জনগণের হাতে। আওয়ামী লীগ নির্বাচনের জন্য প্রস্তুত রয়েছে। আপনারা মাঠ ছেড়ে পালাবেন না।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে সমাজ কল্যাণ মন্ত্রী রাশেদ খান মেনন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। সকল ক্ষেত্রেই উন্নয়নের ছোঁয়া লেগেছে। উন্নয়নের মূল স্রোতের সঙ্গে পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার চেষ্টা চলছে। এর অংশ হিসেবে প্রান্তিক জনগোষ্ঠীর জীবন-মান উন্নয়নের এমন প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। দেশের আটটি জেলায় একযোগে প্রথমবারের মতো এ কর্মসূচি শুরু হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন- প্রধানমন্ত্রীর কার্যালয়ের এ-টু-আই প্রকল্পের পরামর্শক ফিরোজ আলম খান, প্রকল্প পরিচালক কামরুজ্জামান, সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আবু মো. ইউসুফ, জেলা প্রশাসক কামরুন নাহার সিদ্দিকা, সিরাজগঞ্জ পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহম্মেদ, সিরাজগঞ্জ সমাজসেবা অধিদপ্তরে উপ-পরিচালক সিদ্দিকুর রহমান প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৯৫৪ ঘণ্টা, মে ৯, ২০১৮
এনটি