এ ঘটনায় ১৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৮ থেকে ১০ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের হয়েছে। গ্রেফতার জাহাঙ্গীর আলম সদরের রামকৃষ্ণপুর গ্রামের কায়েজ উদ্দীন মন্ডলের ছেলে।
মামলা সূত্রে জানা যায়, জাহাঙ্গীর আলম দীর্ঘদিন ধরে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে চেয়ারম্যান ফয়েজ উদ্দীনকে হুমকি দিয়ে আসছিলেন। একপর্যায়ে সোমবার (১১ জুন) রাত ১০টার দিকে জাহাঙ্গীর ও তার ২০-২২ জন সহযোগীকে সঙ্গে নিয়ে চেয়ারম্যানের বাসায় হামলা চালায়।
এসময় তারা প্রধান গেট এবং সবকটি জানালা ভেঙে বাসায় ঢুকে একটি মোটরসাইকেল ভাংচুরসহ আলমিরাতে রাখা তিন ভরি স্বর্ণ ও নগদ দুই লাখ টাকা লুট করে নিয়ে যায়।
জয়পুরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) মমিনুল হক বাংলানিউজকে বলেন, এ ঘটনায় ওই রাতেই ইউপি চেয়ারম্যান ফয়েজ উদ্দীন বাদি হয়ে জাহাঙ্গীর আলমসহ তার সহযোগীদের নামে একটি সন্ত্রাসী ও চাঁদাবাজি মামলা দায়ের করেছেন।
এ ঘটনায় পুলিশ দুপুরে জাহাঙ্গীর আলমকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।
বাংলাদেশ সময়: ১৬২৪ ঘণ্টা, জুন ১২, ২০১৮
জিপি