ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আওয়ামী লীগ

স্বপ্নের পদ্মাসেতু বাস্তবায়নে বেশি দূর বাকি নেই

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৪ ঘণ্টা, আগস্ট ১, ২০১৮
স্বপ্নের পদ্মাসেতু বাস্তবায়নে বেশি দূর বাকি নেই শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য বিএম মোজাম্মেল হক বক্তব্য রাখছেন। ছবি: বাংলানিউজ

শরীয়তপুর: আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য বিএম মোজাম্মেল হক বলেছেন, স্বপ্নের পদ্মাসেতু বাস্তবায়িত হতে আর বেশি দূর বাকি নেই। পদ্মাসেতু বাস্তবায়ন হলে শরীয়তপুরে শিল্পনগরী গড়ে উঠবে, মানুষের ভাগ্যের পরিবর্তন হবে এবং জীবনমান উন্নীত হবে।

বুধবার (১ আগস্ট) দুপুরে শরীয়তপুর পৌর অডিটরিয়ামে পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেডের অর্ধবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মোজাম্মেল হক বলেন, পদ্মাসেতু নিয়ে অনেক ষড়যন্ত্র হয়েছে।

এজন্য বিশ্বব্যাংক অর্থ দেওয়ার কথা বলেও অর্থ না দেওয়ায় সিদ্ধান্ত নেয়। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণায় নিজস্ব অর্থায়নে আজ পদ্মাসেতু নির্মাণ করা হচ্ছে। পদ্মাসেতু নির্মাণ কাজ শেষ হওয়ার পর যান চলাচল শুরু হলে দেশের জিডিপি বেড়ে ৭ দশমিক ৭৮ শতাংশ হবে। যার মধ্যদিয়ে আমরা মধ্যম আয়ের দেশে উন্নীত হবো।

তিনি আরও বলেন, শরীয়তপুরের মানুষ প্রতিনিয়ত পদ্মার মেঘনার ভাঙা-গড়ার সঙ্গে লড়াই-সংগ্রাম করে টিকে আছে। পদ্মাসেতুর পাশাপাশি জাজিরা এবং নড়িয়া উপজেলায় পদ্মার ভাঙনরোধে সরকার ১১শ কোটি টাকা বরাদ্দ দিয়েছে। আগামী দেড় মাসের মধ্যে নদী ড্রেজিং এবং নদী শাসনের কাজ শুরু হবে।

পপুলার লাইফ ইনস্যুরেন্সের ব্যবস্থাপনা পরিচালক বিএম ইউসুফ আলীর সভাপতিত্বে সম্মেলনে অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন- জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অনল কুমার দে, পপুলার লাইফ ইনস্যুরেন্সের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বিএম শওকত আলী, সিনিয়র কনসালট্যান্ট মো. আনিস উদ্দিন মিঞা, উপ-ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোতাহার আলী, মো. হাবিবুর রহমান, নওশের আলী নাঈম, আবু তাহের প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭৪৪ ঘণ্টা, আগস্ট ০১, ২০১৮
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ