বৃহস্পতিবার (২৩ আগস্ট) বিকেলে ভোলা সদরের রাজাপুর ইউনিয়নের চরসিতারাম স্কুল মাঠে পথসভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
বাণিজ্যমন্ত্রী বলেন, ‘সংবিধান অনুযায়ী নির্বাচনে হবে।
বিএনপি নির্বাচনে না এলে নির্বাচন থেমে থাকবে না জানিয়ে তিনি বলেন, ২০১৪ সালে নির্বাচন বানচাল করার জন্য বিএনপি পুলিশ, প্রিজাইডিং অফিসার ও মানুষ হত্যা করেছে। বহু মায়ের বুক খালি করেছে, কিন্তু তারা সফল হয়নি। এবারও তারা সফল হবে না। এ নির্বাচন ঠেকানোর ক্ষমতা বিএনপির নেই। ’
আয়োজিত প্রথসভার প্রধান অতিথির বক্তব্যে তোফায়েল আহমেদ বলেন, ‘রাজাপুর ইউনিয়নে নদী ভাঙনরোধে ৩৪৬ কোটি টাকা বরাদ্দ হয়েছে। খুব শিগগিরই এ কাজ শুরু হবে। ’
রাজপুর ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান সভাপতিত্বে পথসভায় বক্তব্য রাখেন- সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোশারেফ হোসেন, ভাইস চেয়ারম্যান মো. ইউনুছ, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক এনামুল হক আরজু, সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৯০৬ ঘণ্টা, আগস্ট ২৩, ২০১৮
জিপি