কিন্তু তারা তা পারেনি। তবে, তারা আজও ষড়যন্ত্র করে যাচ্ছে।
বুধবার (২৯ আগস্ট) দুপুরে চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে চাঁদপুর সদর উপজেলা ছাত্রলীগের আয়োজনে জাতীয় শোকদিবস ও বঙ্গবন্ধুর ৪৩তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি এ বি এম রেজওয়ানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর-৪ আসনের এমপি ড. মোহাম্মদ শামছুর হক ভুঁইয়া, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল ও জেলা ছাত্রলীগের সভাপতি আতাউর রহমান পারভেজ।
সভা শেষে সদর উপজেলার প্রতিটি ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ও সম্পাদকের হাতে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী ও ভাষাবিদ এম এ ওয়াদুদের জীবনীর বই তুলে দেন প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিরা।
বাংলাদেশ সময়: ১৭০৫ ঘণ্টা, আগস্ট ২৯, ২০১৮
এসআই